দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। ফলে এ নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে দলটি। এই বিজয়ে আনন্দ উৎসবে মেতেছে দেশের মতো বিদেশে অবস্থান করা প্রবাসীরা। ০৯ ফেব্রুয়ারি শুক্রবার কুয়েতে সেবদি অঞ্চলে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ কুয়েত শাখার উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
কুয়েত সিটি থেকে দুরবর্তী মরু অঞ্চল কাবাদ শুক্রবার সকাল থেকে রাত অবদি এক ভিন্ন ধারায় আয়োজনে প্রবাসীদের মিলন মেলায় পরিনত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করায় ভিন্ন ধারায় বিজয় উৎসবের আয়োজন করে দলটির কুয়েত নেতৃবৃন্দ। আয়োজক কমিটির প্রধান বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার সভাপতি হোসেন আহম্মদ আজীজ বলেন দীর্ঘদিন বিদেশে থাকার কারণে অনেক প্রবাসী বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নমুলক কার্যক্রম সম্পর্কে অবগত নন। শুধু তাই নয় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে বিদেশে বেড়ে উঠা সন্তানরা দুরে সরে যাচ্ছে ।
সে সব প্রবাসীদের কাছে বাংলাদেশের উন্নয়নের চিত্রগুলো তুলে ধরা এবং বিদেশে বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস তুলে ধরতে এই আয়োজন। কুয়েতে অবস্থানরত বাংলাদেশের বিভিন্ন জেলার প্রবাসী গৃহীনিরা তাদের নিজ অঞ্চলের প্রসিদ্ধ পিঠা তৈরি করে পিঠা উৎসবে উপস্থিত হতে থাকেন সকাল থেকেই। দিনব্যাপী ছিল পিঠা উৎসব, খেলাধুলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কুয়েতে বেড়ে উঠা প্রবাসীদের সন্তানেরা পিঠা উৎসবে এসে আনন্দিত , তারা এমন আয়োজন আরো বেশি বেশি করে করার আশা প্রকাশ করেন। বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার সভাপতি হোসেন আহম্মদ আজীজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আশিকুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন ডিফেন্স এটাশে ব্রিগেডিয়ার জেনারেল মু. হাসান-উজ-জামান, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দুতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, মিনিষ্টার শ্রম আবুল হোসেন, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা ইকবাল আক্তার, প্রথম সচিব নিয়াজ মোরশেদ, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকির, বিজনেস কাউন্সিলে সভাপতি লুতফর রহমান মুকাই আলী, বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী সহ দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী এবং কুয়েতের অবস্থিত বিভিন্ন অঞ্চলে অবস্থান করা প্রবাসী ও তাদের পরিবার, বাংলাদেশি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী, কুয়েতে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা সহ কুয়েত আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের নেতা কর্মীদের উপস্থিতিতে মরুর বুকে একখন্ড বাংলাদেশে পরিনত হয়।
আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আলা উদ্দিন, যুবলীগ নেতা নজরুল ইসলাম শাহীন, ইসমাইল, শ্রমিক লীগ নেতা কামাল হোসেন প্রমুখ।
Discussion about this post