এমডি রিয়াজ হোসেন (বারী)ইতালীঃ ইতালির বারী শহরে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পূনর্মিলনী ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফুটবলের দেশ ইতালিকে ক্রিকেটের সাথে পরিচয় করে দিতে সংগঠনটি আয়োজন করে ত্রি-দেশীয় ক্রিকেট টুর্নামেন্টের।একই পার্কে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোঃ ইরফানুল হক। এতে প্রধান অতিথি ছিলেন বারী পৌরসভার ভাইস চেয়ারম্যান বিতু লেসসিজি। সমাজ কল্যান সমিতির সভাপতি আব্দুল কাদের এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধরন সম্পাদক অনুজ বড়ুয়ার পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন Sabino de razza,Giuseppe Boccuzzi,Dr.dotti,ssa, maria rosarai, Dissi,mejrai amir,ama lisi sug runes,ozturak elif সহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন বারী আওয়ামী লীগের সভাপতি দুলাল হাওলাদার,সাধারন সম্পাদক ফারুক আহমেদ,যুগ্ম সাধারন সম্পাদক সিয়াম উদ্দিন সিরাজ,বারী সমাজ কল্যান সমিতির সাবেক সহ সভাপতি ইসমাইল হোসেন,সমিতির নেতৃবৃন্দের মধ্যে খলিলুর খন্দকার ,জসিম উদ্দিন জোবায়ের,আফতাব উদ্দিন,সালেহ আহমেদ,ফজলুল করিম শহীদ,কাজী মাসুদ রানা,সহ আরো অনেকে। সমিতির পক্ষ থেকে বারী কমুনের মেয়র আন্তেনেও দেকারো,বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোঃ ইরফানুল হক,বারী সমাজ কল্যান সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালাম মজুমদার,সাবেক সভাপতি এস এম কারীম,রুহুল আমিন,সাবেক সাধারন সম্পাদক আমির হোসেন মিন্টুকে বিশেষ সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। ভাবীদের আয়োজনে ঈদ পূনর্মিলনী ও পিঠা উৎসবে বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিশুদের ক্রিড়া অনুষ্ঠান ,মহিলাদের বালিশ খেলা ও কবিতা আবৃত্তিরও আয়োজন ছিল।
Discussion about this post