মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদীতে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের নিকট থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জানা যায়, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী থানার এসআই মতিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ভৈরব থেকে কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (২৮), সাকিল (২৫) ও সেলিম (২২)কে ৩০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বাড়ী কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া গ্রামে।
Discussion about this post