করোনা মহামারীর প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা, ধস নামা ব্যবসা থেকে স্বাভাবিক জীবনে ফিরতে নিচ্ছেন নানা পন্থা । ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ের পাশাপাশি সর্বোচ্চ বিক্রয় প্রতিনিধিদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে অনেক কোম্পানি । কুয়েতে এমন একটি কোম্পানি কনফিডেন্স জেনারেল ট্রেডিং ফুডস্টাফ কোম্পানির সর্বোচ্চ বিক্রয় কর্মীদের পুরস্কৃত করা হয়। কুয়েতে সিটির দূরবর্তী মরুঅঞ্চল আবদালি’র একটি রিসোর্টে পুরস্কার বিতরণ করেন কোম্পানির মালিক সাবেক পুলিশ কর্মকর্তা ফায়েজ হামুদ ইব্রাহীম আলেমি আল আজমি এবং কোম্পানির এমডি ও পার্টনার মোহাম্মদ শহিদুল ইসলাম । সে সময় বিক্রয় প্রতিনিধিদের বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয় । কনফিডেন্স ব্রেন্ডে বাংলাদেশী পণ্য কুয়েতের বাজারে প্রসারিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান কোম্পানির কর্তৃপক্ষ ।বাংলাদেশী পণ্যের গুণগত মান সম্পর্কে কোম্পানির মালিক কুয়েতী নাগরিক সাবেক পুলিশ কর্মকর্তা ফায়েজ হামুদ ইব্রাহীম আলেমি আল এনাজি বলেন বাংলাদেশের পণ্যের গুণগত মান অনেক ভালো। কুয়েতের বাজার অনেক বড় এই মার্কেট ধরতে উন্নত প্যাকেট প্রয়োজন, প্রসিদ্ধ ব্রান্ডের পণ্য গুলো ছাড়া অন্য যে কোন পণ্য মানুষ সুন্দর প্যাকেট দেখে ক্রয় করে। বাংলাদেশের পণ্যের গুণগত মান অনেক ভালো শুধু ভাল দেখতে সুন্দর টেকসই প্যাকেট দরকার তাহলে খুব সহজেই ধরা যাবে কুয়েতের বাজার।
Discussion about this post