করোনাভাইরাস রোগ নির্ণয়ের জন্য কাতারের বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি রয়েছে। বুধবার (১১ মার্চ) দোহায় এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়.স্বাস্থ্য বিভাগের পরিচালক শেখ ডাঃ মোহাম্মদ বিন হামাদ আল থানি । বলেন, যে প্রযুক্তি কাতারের কাছে আছে এই প্রযুক্তি দিয়ে ৬০০০ জনেরও বেশি ব্যক্তির পরীক্ষা করতে সক্ষম হয়েছে,যা বিশ্বের দক্ষিণ কোরিয়ার পরে দ্বিতীয়। উল্লেখ্য মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আরও ২৬২ প্রবাসীর দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি পেয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কিনা তা জানা যায়নি। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একই আবাসিক ভবনে বসবাসকারী তিনজনের সংস্পর্শে এসে এই ২৩৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কাতারে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৬২ জনে। করোনাভাইরাসের বিস্তার ও সংক্রমণ নিয়ন্ত্রণে লক্ষ্যে ইতোমধ্যে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়,কাতার সেন্ট্রাল মার্কেট বন্ধ ঘোষণা করেছে কাতার। সোমবার দেশটির সরকার এই ঘোষণা দেয়।এছাড়াও সংক্রমণ রোধে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপাইন সহ মোট ১৬ টি দেশের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে দেশটি।এ প্রেক্ষিতে, কাতারস্থ বাংলাদেশ দূতাবাস থেকে একান্ত জরুরী প্রয়োজন ছাড়া কাতার হতে বাংলাদেশে ভ্রমণ না করার জন্য বলা হয়েছে। তবে অত্যন্ত জরুরী ক্ষেত্রে, কাতার আইডির মেয়াদ বেশি দিন আছে কি না কাতার ত্যাগের পূর্বে তা নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হয়। এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা যথাযথ ভাবে মেনে চলা, কাতারে বাংলাদেশী কোন নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হলে দূতাবাসকে (৩৩৬৬ ২০০০) তাৎক্ষণিকভাবে অবহিত করার ও অনুরোধ করা হয়।
Credit newsnow24
Discussion about this post