বাংলার বার্তা-নিজস্ব প্রতিবেদকঃ কুয়েতে পৌঁছেছে ফাইজারের করোনার ভ্যাকসিনের ১৫০,০০০ ডোজ। বেলজিয়াম থেকে এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে কুয়েতে কুয়েত এসে পৌঁছেছে প্রথম চালানটি। এই সপ্তাহের শেষের দিকে টিকাদান প্রক্রিয়া শুরু করার জন্য মিশরেফ মেলাভূমিতে স্থানান্তর করা হবে বলেন জানা গেছে। এতে ৭৫ হাজার লোক উপকৃত হবে। একটি সংবাদে জানা যায়
প্রথম ধাপে চার ভাগে বিভক্ত করে দেয়া হবে ভ্যাকসিন । চিকিত্সা পেশাদারদের প্রথমে অগ্রাধিকার দেয়া হবে, পাশাপাশি ৬৫ বছরের উপরে যাঁদের বয়স এবং ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে ভ্যাকসিন । ইতিমধ্যে ৭৩৭০০জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।
Discussion about this post