মো. অলিউল্লাহ সরকার অতুল : আত্মশুদ্ধিমুলক অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ তা’লিমে হিযবুল্লাহ’র কসবা শাখার উদ্যোগে বৃহস্পতিবার ৩০ মে কসবা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাকান্দা দরবার শরীফের পীর আল্লামা মুহাম্মদ মাহমুদুর রহমান। মো, আবদুল বারী মাস্টারের সভাপতিত্বে ওয়াজ করেন, বাংলাদেশ তা’লিমে হিযবুল্লাহ’র কেন্দ্রীয় নায়েবে হযরত মাওলানা আমির বিলাল হোসেন, কেন্দ্রীয় মাহসচীব আলহাজ্ব হযরত মাওলানা মোতালেব হোসেন সালেহী, অর্থ সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা আবু বকর সিদ্দিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মো. ছফিউল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক হযরত মাওলানা নাইমুর রহমান প্রমুখ। পরে কসবা শাখায় মাওলানা মাহববুবুর রহমানকে সভাপতি ও মাওলানা মো. ইসমাইল হোসাইন সিরাজীকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
Discussion about this post