কসবা প্রতিনিধিঃ কসবা পৌরএলাকার কালিকাপুর গ্রামে গতকাল বুধবার বিকেলে দুই মাদক সেবী মাদক ক্রয় করার জন্য গোলাম রসুলের বাড়ীর উপর দিয়ে রানু আক্তারের বাড়িতে যাওয়া বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী রানু আক্তার(৩৫), মো. সুজন মিয়া(২৫), সানু মিয়া(৫৫), আনু মিয়া(৫০) সহ মাদকব্যবসায়ী সঙ্গবদ্ধ দল একজোট হয়ে গোলাম রসুল(১৮) পিতা- আব্দুলহককে বেধর মারপিট করে গুরুত্বর আহত করে। আহত অবস্থায় গোলাম রসুলকে কসবা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সংবাদ পেয়ে কসবা থানা অফিসার ইনচার্জ মো. বদরুল আলম তালুকদার, ওসি তদন্ত মো. পারভেজ তালুকদার সহ এক প্লাটন পুলিশফোর্স নিয়ে তৎপরতা চালিয়ে মাদক ব্যবসায়ী আনু ও সানুকে ঘটনা স্থল থেকে আটক করেন। এই ঘটনা থেকে আতœরক্ষা পাওয়ার জন্য রানু আক্তার ও সুজন মিয়া কসবা হাসপাতালে ভর্তি হয়। পুলিশ সংবাদ পেয়ে এই দুই জনকে হাসপাতালে গ্রেফতার করে। তারা পুলিশ পাহারায় হাসপাতালে আছে। উপরোক্ত ৪জনকে আসামী করে রফিক মিয়া বাদি হয়ে কসবা থানায় একটি অভিযোগ দায়ে করেছে বলে ডিউটি অফিসার জানান।
Discussion about this post