মোঃ হাবিবুর রহমান খান, কুমিল্লা প্রতিনিধি: মহান মে দিবস উপলক্ষে কুমিল্লায় মেহনতি মানুষদের নিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব এ মহান মে দিবস। মহান মে দিবস উদযাপন উপলক্ষে রোটারী, রোটার্যাক্ট ও ইন্টার্যাক্ট ক্লাব অব কুমিল্লা লালমাই যৌথ উদ্যোগে কান্দিরপাড় পূবালী চত্বরে গতকাল মঙ্গলবার দুপুরে মেহনতী শ্রমিকদেরকে শরবত ও বিস্কুট খাওয়ানো অনুষ্ঠান আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন জাতীয় সংসদের মাননীয় হুইপ ও রোটারী ক্লাব অব কুমিল্লা-লালমাইয়ের সম্মানিত সদস্য রোটা. মুজিবুল হক এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক রোটা. পিপি আলহাজ্ব ওমর ফারুক, এসিসটেন্ট গভর্ণর পিপি মঞ্জুর মোর্শেদ, এ সময় আরো উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব কুমিল্লা লালমাইয়ের পিপি রোটা. আলহাজ্ব শাহ মো. আলমগীর খান, নির্বাচিত সভাপতি রোটা. লুৎফর বারী চৌধুরী, রোটা. জাহাঙ্গীর আলম, রোটা. মাজহারুল আলম, ইন্টার্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটা. রেজবাউল হক রানা, রো. পিপি মাঈনুদ্দিন খন্দকার, রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা-লালমাইয়ের সভাপতি রো. মাসুদ করিম মোহন, সচিব রো. মাসুদ রানা জুয়েল, নির্বাচিত সভাপতি রো. মহিউদ্দিন লিটন, সহ-সভাপতি রো. আনিসুর রহমান রাজন, সচিব রো. আশিকুর রহমান ভূইয়া, অনুষ্ঠান আয়োজক কমিটির চেয়ারম্যান মাছুম বিল্লাহ, রো. তারেকুর রহমান, রো. মাহবুবুল আলম, রো. আবুল কালাম আজাদ, রো. ইউনুছ হায়দার, রো. মিঠু, রো. সালাহউদ্দিন, ইন্টার্যাক্ট ক্লাব অব কুমিল্লা লালমাইয়ের সভাপতি ইন্টা. আশরাফুল ইসলাম জিকু, নির্বাচিত সভাপতি ইন্টা. গৌতম চন্দ্র দাশ, ইন্টা. শাওন, ইন্টা. জাকির হোসেন প্রমুখ। এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রাখেন জেলা প্রশাসক মো: রেজাউল আহসানসহ জেলা প্রশাসন ও শ্রমিক নেতৃবৃন্দ। এদিকে গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লা মহানগরীর আশ্রাফপুর জেলা টার্মিনাল থেকে কুমিল্লা জেলা বাস-মিনিবাস শ্রমিকদের বর্ণাঢ্য র্যারী বের হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামীরেিগর যুগ্ন আহবায়ক অধ্যক্ষ আফজল খান এডভোকেট। এদিকে সকাল সাড়ে ৯টায় রামঘাট এলাকার জেলা শ্রমিক লীগের প্রধান কার্য্যালয় থেকে মে দিবসের এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রমিক লীগের প্রধান কার্য্যালয়ে আলোচনা সভায় যোগদান করে। র্যালীতে জেলার বিভিন্ন শ্রমিক- কর্মচারী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করে। বক্তব্য রাখেন-শ্রমিক লীগ সভাপতি মনির হোসের ঝান্টু ,সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম। শ্রমিক ফেডারেশনের উদ্যোগে পৌর পার্ক জামতলা থেকে মে দিবসের এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে কেন্দ্রীয় শ্রমিক নেতা মুজিবুর রহমান ভুইঁয়াসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মহান মে দিবস উপলক্ষে কুমিল্লায় শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। শ্রমিক সমাবেশে জুট মিল, পরিবহন, কারখানা শ্রমিকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রায় দশ হাজার শ্রমিক সমবেত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, কুমিল্লা মহানগরীর উপদেষ্টা কাজী দ্বীন মোহাম্মদ। সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা মহানগরী সভাপতি মুজিবুর রহমান ভুইয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পর দেশে এক শ্রেনীর শ্রমিক নেতা গন্ডগোল বাধিয়ে নিজেদের শ্রমিক নেতা বানিয়ে বহু সুযোগ সুবিধা নিয়েছেন, মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু কেউই শ্রমিকের ভাগ্যোান্নয়ন করেননি। শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে ইসলামী শ্রমনীতি চালু করতে হবে।
কুমিল¬া সেনানিবাসে ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে গলফ টুর্ণামেন্ট উদ্বোধন
মোঃ হাবিবুর রহমান খান, কুমিল্লা প্রতিনিধি: গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লা সেনানিবাসে অবস্থিত ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে শাহ্ সিমেন্ট প্রেসিডেন্ট কাপ গলফ টুর্ণামেন্ট ২০১২ উদ্বোধন করা হয়। টি-অফের মাধ্যমে টূর্ণামেন্টের উদ্বোধন করেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ৩৩ পদাতিক ডিভিশনের জি ও সি মেজর জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এন.ডি.সি.পি.এস.সি। উপস্থিত ছিলেন শাহ্ সিমেণ্টের পাবলিক রিলেশান অফিসার বিগ্রেডিয়ার জেনারেল শহিদুল্লাহ এনডিসি, ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের এ্যাসিষ্ট্যান্ট মেম্বার সেক্রেটারী মেজর রুবায়াত জামিল। টূর্ণামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাব, আর্মি গলফ ক্লাব,সাভার গলফ ক্লাব, এবং ভাটিয়ারি গলফ ক্লাবসহ দেশের বিভিন্ন গলফ ক্লাবের ১০৮ জন গল্ফার অংশ নেয়। গতকাল মঙ্গলবার বিকেলে টুর্নামেন্ট শেষে টুর্ণামেন্টে বিজয়ী গলফারদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন ৩৩ পদাতিক ডিভিশনের জি ও সি সি মেজর জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ।
Discussion about this post