তিন দিনের সফরে বুধবার ভোরে কুয়েতে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরের প্রথম দিনে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। প্রথম দিনে তিনি কুয়েতের ওজারাতুল আওয়াকাফের সচিবদের সাথে সাক্ষাত করেন। এছাড়া তিনি দেশটিতে বিভিন্ন ধর্মীয় এবং মানব কল্যান সংস্থার উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথেও সাক্ষাত করেন। এবং দেশটির জাতীয় টিভিতে সাক্ষাতকার দেন। ঐদিন সন্ধায় জামুড়িয়া আল্ ইসলাহ সোসেল রি ফার্ম সোসাইটি কুয়েত এর আমন্ত্রণে এক মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। সে সময় তিনি বিগত আওয়ামী লীগ সরকার ধারা নিপিরনের চিত্র এবং বর্তমানে বাংলাদেশের অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরনি তুলে ধরেন। এছাড়াও তিনি বলেন শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার দেশ কে ধ্বংস করে দিয়েছে। দেশের ইসলামী ব্যাংক সহ অসংখ্য ব্যাংক কে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের প্রতি কুয়েতের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীতেও কুয়েত পাশে থাকবে সেই প্রত্যাশা করেন।সে সময় উপস্থিত ছিলেন জামুড়িয়া আল্ ইসলাহ প্রদান ডক্টর খালেদ আল্ মাযকুর, ডক্টর সোলাইমান আব্দুল্লাহ আল্ আতিকি, ডক্টর আজিল জাসেম আন্ নাসমি, মসজিদ মিশনের সেক্রেটারী ডক্টর খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ কুরআন প্রশিক্ষন কেন্দ্র কুয়েত এর সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম, অনির্বান শিল্পীগোষ্টি কুয়েত এর সভাপতি শামসুদ্দোহাসহ অসংখ্য দাতব্য সংস্থার প্রধানগন।
Discussion about this post