কুয়েতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শুক্রবার (২০ অক্টোবর) দুপরে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মুজিব কর্ণার হলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বয়স ভেদে ৪টি গ্রুপে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অসংখ্য ক্ষুদে শিশু-কিশোর চিত্রশিল্পী অংশগ্রহণ করে। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশু শিল্পীরা অত্যন্ত মনযোগে শহীদ শেখ রাসেল, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, উন্নত বাংলাদেশের মনমুগ্ধকর ছবি একেছে।
রাষ্ট্রদূতের ব্যাক্তিগত কর্মকর্তা জিহন ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কাউন্সেলর (পাসপোর্ট এন্ড ভিসা) ইকবাল আখতার, প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, প্রশাসনিক কর্মকর্তা মো: আনিসুল হারিস। অনুষ্ঠানে কুয়েতে অবস্থানরত উল্লেখযোগ্য প্রবাসী বাংলাদেশী কোমলমতি শিশু কিশোর ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
Discussion about this post