মঈন উদ্দিন সরকার সুমনঃ কুয়েতের মহামহিম ক্রাউন প্রিন্স শেখ নওয়াব আল আহমদ আল-জাবের আল-সাবাহ এর সাথে সাত নভেম্বর সোমবার তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস, এম, আবুল কালাম । কুয়েতের মহামহিম ক্রাউন প্রিন্স তাঁর কার্যালয়ে মান্যবর রাষ্ট্রদূত এস, এম, আবুল কালামকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং পরস্পর কুশলাদি বিনিময় করেন। সাক্ষাৎকালে তিনি দু’দেশের পারস্পারিক দীর্ঘ দিনের দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়াদি নিয়ে আলোচনা করেন। সে সময় রাষ্ট্রদূত দীর্ঘ কয়েক বছর কুয়েতের শ্রমবাজারে বাংলাদেশী শ্রমিক নিয়োগ বন্ধ থাকার পর কুয়েতে বাংলাদেশী শ্রমবাজার উন্মুক্ত করার জন্য রাষ্ট্রদূত কুয়েত সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং মান্যবর রাষ্ট্রদূত বিশেষ অনুমতির বা লামানার মাধ্যমে বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি পদ্ধতি বাতিল করে স্বাভাবিক প্রক্রিয়ায় জনশক্তি নিয়োগের ব্যবস্থা গ্রহণের জন্য মহামহিম ক্রাউন প্রিন্সকে অনুরোধ জানান।মহামহিম ক্রাউন প্রিন্স এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিবেন মর্মে রাষ্ট্রদূতকে আশ্বস্থ করেন। মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে অধিক সংখ্যক পেশাজীবী বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স এবং কারিগরি দক্ষতাসম্পন্ন জনশক্তি নিয়োগের ব্যাপারে কুয়েতের মহামহিম ক্রাউন প্রিন্স এর দৃষ্টি আকর্ষন করেন এবং তিনি বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে রাষ্ট্রদূতকে আশ্বস্থ করেন। বাংলাদেশের রাষ্ট্রদূত-এর কথাগুলো কুয়েতের মহামহিম ক্রাউন প্রিন্স অত্যন্ত মনযোগসহকারে শোনেন এবং তার মেয়াদকালীন সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। মান্যবর রাষ্ট্রদূত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির ও মাননীয় প্রধানমন্ত্রীর সালাম পৌঁছে দেন এবং মহামহিম ক্রাউন প্রিন্সকে বাংলাদেশে সফরের আমন্ত্রনের বিষয়টি অবহিত করা হলে রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের বিষয়ে সম্মতি প্রকাশ করেন। মান্যবর রাষ্ট্রদূতকে তাঁর সাথে সাক্ষাতের সময় প্রদানের জন্য তিনি কুয়েতের মহামহিম ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সে সময় দূতাবাসের কাউন্সেলর(শ্রম) আব্দুল লতিফ খান ও প্রথম সচিব (রাজনৈতিক)মোঃ আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।
Discussion about this post