মঈন উদ্দিন সরকার সুমনঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারক আল হামাদ আল সাবাহ সহ একটি উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দল বাংলাদেশে যাবেন। ৩ মে মঙ্গলবার ৬৭ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ সময় আনুমানিক বিকাল ৪:৪৫ মিনিটে কুয়েতের আমিরি বিমানের একটি বিশেষ ফ্লাইট দ্বারা ঢাকায় পৌঁছাবেন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এ্যাফায়ার্স কাউন্সিলর এস.এম. মাহবুবুল আলম (আইএ) বাংলাদেশ প্রতিদিনের কুয়েত প্রতিনিধিকে এই তথ্যদেন। তিনি আরো বলেন কুয়েতের প্রধানমন্ত্রীর সাথে থাকবেন কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ, অর্থ ও তেলমন্ত্রী মিঃ আনাস খালেদ আল-সালেহ, শিক্ষামন্ত্রী ডাঃ বদর হামাদ আল-ইসাহ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। তা ছাড়া কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উচ্চক্ষমতাসম্পন্ন একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সফর করবেন।কুয়েতের সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা, সামরিক প্রশিক্ষণ সহযোগিতা এবং কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা সহজীকরণ–সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হবে আশা করা যাচ্ছে। আঞ্চলিক এবং আন্তর্জাতিক অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট যাবতীয় বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা করবেন।বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এ্যাফায়ার্স কাউন্সিলর এস.এম. মাহবুবুল আলম ২৯শে এপ্রিল শুক্রবার রাতে বাংলাদেশের উদ্যেশ্যে কুয়েত ত্যাগ করেন।আমন্ত্রিত অতিথি প্রতিনিধি দল বাংলাদেশ থাকাকালিন সময়ে তিনি দেশে থাকবেন।
Discussion about this post