মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েতঃ কুয়েতে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার স্থানীয় মিডিয়ায় গুরুত্ব সহকারে প্রকাশ হয়। অবৈধরা জরিমানা দিয়ে কুয়েত ত্যাগ করতে পারবে, রেসিডেন্সি লঙ্ঘনকারীদের জন্য (অ্যামনেস্টি) সাধারণ ক্ষমা ঘোষণা শিরোনামে প্রকাশিত হয় স্থানীয় দৈনিকে। সংবাদে পাবলিক রিলেশন ও সিকিউরিটি বিভাগে দায়িত্বরত ব্রিগেডিয়ার আদেল আল হাসহাস প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা দেন। রিপোটে আরো বলা হয় কুয়েত ত্যাগের নিষেধাজ্ঞা রয়েছে কালোতালিকাভুক্ত অপরাধী ছাড়া যেসকল প্রবাসীর ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারা প্রতিদিনের জন্য ২ দিনার জরিমানা দিয়ে দূতাবাস থেকে আউটপাস সংগ্রহ করে সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে বিনা বাধায় কুয়েত ত্যাগ করতে পারবেন। অন্যদিকে যারা কয়েক বছর ভিসা নবায়ন না করে কুয়েতে অবৈধ হয়ে রয়েছেন তারা এককালীন ৬০০ কুয়েতি দিনার জরিমানা দিয়ে কুয়েত ত্যাগ করতে পারবেন। রেসিডেন্সি লঙ্ঘনকারী যারা কুয়েত ত্যাগ করবে তারা পুনরায় নতুন ভিসা নিয়ে কুয়েতে আসতে পারবেন ।
এই সুযোগটি গ্রহনে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস সামাজিক মিডিয়ায় প্রচারণা চালাতে দেখা যায়। এই নিয়ে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) আবদুল লতিফ খান এর সাথে যোগাযোগ করলে তিনি জানান তারাও স্থানীয় মিডিয়াতে অ্যামনেস্টি ঘোষণার খবর পড়েছেন কিন্তু অফিসিয়াল কোন কাগজ পত্র পাননি। তবে তারা বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন খবরটির সত্যতার বিষয়ে। অবৈধ প্রবাসী বাংলাদেশীদের জন্য তারা এই সুযোগটি গ্রহনে সর্বাত্বক চেষ্টা করবেন। এক প্রশ্নের জবাবে দূতালয় প্রধান কাউন্সিলর এসএম মাহবুবুল আলম বলেন যদি স্থানীয় আইনে অবৈধ প্রবাসীদের জরিমানা দিয়ে বৈধ ভাবে নতুন করে ইকামা লাগানো যায় সে বিষয়েও বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন। দূতাবাসের প্রচারণায় এই সংক্রান্ত বিষয়ে তথ্যের জন্য ৫৫৪৮৪৩৯৩, ৯৯৫৩৬৭৪৩, ৯৪৪২৯৭৪৪, ৯৯৪৬৭৫৫৩৮ হেল্প লাইন নম্বরসমূহে যোগাযোগ করতে পারবেন। দূতাবাস কর্তৃপক্ষ বর্তমান অবস্থায় স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে কোন প্রকার জনসমাগম পার্টি থেকে বিরত থাকা সহ সব সময় বৈধ কাগজ পত্র সাথে রাখার আহবান করেন।
Discussion about this post