কুয়েতে আবু তাহের নামে এক বাংলাদেশিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার বিকালে এই হত্যার ঘটনা ঘটে। আবু তাহের দেশের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। পিতার নাম হাজী গরাইন মিয়া। আবু তাহের গত ৩১ বছর কুয়েতে কে ডি ডি কোম্পানিতে হিসাব রক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন। বিগত অনেক বছর ধরে কোম্পানির বেস্ট ওয়ার্কার সম্মাননা পেয়ে আসছিলেন তিনি। মৃতের ভাতিজা কুয়েত প্রবাসী রাইহানুল ইসলাম মনসুর জানান, কোম্পানির প্রায় কয়েক হাজার দিনার তাহেরের কাছে জমা ছিলো, সেই টাকার জন্য তাকে হত্যা করা হয়। এ ঘটনায় স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী তাহেরের সহকর্মী একই কোম্পানির এক সিরিয়ান নাগরিককে আটক করেছে। মরদেহ পোস্টমর্টেম শেষে ফরওয়ানিয়া মর্গে রাখা হয়েছে।
Discussion about this post