বাংলার বার্তাঃ কুয়েতে স্থানীয় সহ বিদেশিদের কাছে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে বঙ্গবন্ধু গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭ খেলার উদ্বোধনী হলো কুয়েত বুলেভার্ড পার্ক পার্ক সালমিয়া স্টেডিয়াম গ্রাউন্ডে। ১২ অক্টোবর বৃহস্পতিবার রাতে এই খেলার উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালাম। সম্পূর্ণ খেলাটির স্পন্সর করেন মারাফি কুয়েতিয়া গ্রুপ অফ কোম্পানি। এই টুর্নামেন্টে কুয়েত প্রবাসী বাংলাদেশীদের ১২টি দল অংশগ্রহণ করবে, খেলার প্রথম দিনে মারাফি কুয়েতিয়া স্পোর্টিং ক্লাব বনাম ইয়োথ স্পোর্টিং ক্লাব মাঠে নেমে টচে জিতে মারাফি কুয়েতিয়া স্পোর্টিং ক্লাব বলিং করে। সংসারে সচ্ছলতা আনতে অনেকে দেশ ছেড়েবিদেশে পাড়ি জমায়। তাদেরই মধ্যে যারা কুয়েতে এসে প্রবাসীর খাতায় নাম লেখান। এদের অনেকে দেশে খেলাধুলা, সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে রয়েছে অসাধরণ অভিজ্ঞতা। তাদেরই মধ্যে যারা ক্রিকেট খেলায় ভাল পারদর্শী তাদের নিয়ে ঘঠিত দল গুলির সম্বন্নয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন খেলার আয়োজক কুয়েতে বাংলাদেশ স্কুল এবং বাংলাদেশ কমিউনিটির সভাপতি মারাফি কুয়েতিয়া গ্রুপ অফ কোম্পানির সিইও বিশিষ্ঠ ব্যবসায়ী কাজী শহিদ ইসলাম পাপুল। কাজী শহিদ ইসলাম পাপুল বলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দলের নয় তিঁনি বাঙ্গালী জাতির পিতা। বঙ্গবন্ধুর নামের সাথে বাঙ্গালী জাতির ইতিহাস সারা বিশ্বে ছড়িয়ে দিতে এমন আয়োজন বলে সংবাদ মাধ্যমকে জানান। অন্যদিকে আমাদের দেশের খেলায় পারদর্শীদের মেধাকে কাজে লাগাতে এই উদ্যোগ নিয়েছেন। অন্যদিকে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত এসএম আবুল কালাম বিদেশের মাটিতে জাতীর জনক বঙ্গবন্ধুর নামে গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে আয়োজকদের ধন্যবাদ জানান সাথে এটি কুয়েতের মাটিতে ইতিহাস হয়ে থাকবে বলে মনে করেন। বঙ্গবন্ধু গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭ এর ফাইনাল খেলা ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ব্যপক ঝাকঝমকের মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে বলে জানান কর্তৃপক্ষ। খেলা দেখতে উল্যেখযোগ্য দেশ বিদেশী দর্শক গ্যালারীতে উপস্থিত ছিলেন।
Discussion about this post