বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই মিথ্যা ও সাজানো মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যায় কুয়েত সিটির একটি হল রুমে কুয়েত বিএনপির গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কুয়েতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হচ্ছে। অনুষ্ঠানে কুয়েত বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সোয়েব আহমেদর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক কাজী মনজুরুল আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহসভাপতি আলামীন চৌধুরী স্বপন, সহসভাপতি মাইন উদ্দিন, সহসভাপতি নাসের মোওজা, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার উজ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মাইমুন, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস চৌধুরী, শ্রমিক দল সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী, সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি শওকত আলী সহ কুয়েত বিএনপির আয়োজনে ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
Discussion about this post