কুয়েতে মুক্তিযোদ্ধা নুরুল আমিনের ইন্তেকাল।চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের শুক্রবারইয়াহাট এর কুয়েত প্রবাসী বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন (৬৪)স্ট্রক করে মারাগেছেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহির রাজিউন)। শনিবার ১৪ জানুয়ানি সকাল ৭ টায় কুয়েতে একটি হাসপাতালে তিনি মারা যান। নিহতের ছেলে আনোয়ার হোসেন মাসুক বলেন, গত বুধবার তার বাবা স্ট্রক করলে কুয়েত সিটির আমিরি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তার অপারেশন করার কথা ছিল কিন্তু সকাল ৭ টায় আবার স্ট্রক করেন। রবিবার দূতাবাসে কাগজ পত্র প্রক্রিয়া সম্পন্ন করার পর সোমবার মরহুমের মৃত দেহ দেশে নিয়ে যাওয়া হবে বলে জানান। কুয়েত সিটি ও বারইয়ারহাট পৌরসভায় মাসুম টেলিকম নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।(মিরসরাই প্রবাসীদের পক্ষ হতে মরহুমের বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি।)
Discussion about this post