আবদুল কাদের কুয়েত প্রতিনিধিঃ ১৮ দলের নেতা ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে পুলিশী হামলা, সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেপ্তার এবং নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনরত বিরোধী দলের নেতা-কর্মীদেরকে গনহারে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে কুয়েত বিএনপি’র উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কুয়েত সিটির গুলশান হোটেলে অনুষ্ঠিত প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন কুয়েত বিএনপির সহ সভাপতি মাঈন উদ্দিন। সহ-সাংগঠনিক সম্পাদক আ.ন.ম তোহা মিলন’র পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি মাষ্টার নুরুল ইসলাম, নাসের মর্তুজা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আকতারুজ্জামান, যুগ্ন সম্পাদক আবুল হাসেম এনাম, আজিজ উদ্দিন মিন্টু, ও ইউসুফ আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর মায়মুন, এলডিএফ কুয়েত সভাপতি জাফর আহম্মেদ চৌধুরী, মৎসজীবি দল কুয়েত আহবায়ক আবুল বাসার, যুবদল যুগ্ন সম্পাদক সম্পাদক শাহ জাহান সবুজ, বিএনপি মহানগর দক্ষিণ সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রহমান, তারেক পরিষদ কুয়েত’র সভাপতি ও তারেক পরিষদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবদুল কাদের, তারেক পরিষদ কুয়েত সাধারন সম্পাদক মোশারফ হোসেন জনি, জাসাস কুয়েত’র সদস্য সচিব রফিকুল আলম সুমন, বিএনপি খাইতান আঞ্চলিক শাখা সভাপতি মোস্তফা ফারুকী সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ হানিফ। বক্তারা বলেন আওয়ামী লীগ সরকার দেশে বাকশাল প্রতিষ্ঠার চক্রান্ত করছে, মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেনা, গণতন্ত্র এখন হুমকির মুখে, দেশের স্বার্বভৌমত্ব ধ্বংস হওয়ার পথে, আওয়ামী লীগএর দলীয় সন্ত্রাসী বাহীনী ও পুলিশ বাহীনির নির্যাতনে প্রতিদিন অসংখ্য মানুষ প্রান হারাচ্ছে। লুটতরাজের মাধ্যমে দেশের অর্থনৈতিক সব গুলো খাতকে ধ্বংস করেছে আওয়ামীলীগ। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে বেগম জিয়ার নের্তৃত্বে সকলকে ঐক্যবধ্য হয়ে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার অবৈধ সরকারকে পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি পুরণ করতে বাধ্য করতে নিজ নিজ অবস্থান থেকে আন্দোলনে অংশ নেয়ার আহবান জানান।
http://www.youtube.com/watch?v=l2KjcQxU9S8&list=UUwBmVwZdvnVLgAO3c1TKaYQ&feature=player_detailpage
Discussion about this post