” রফিকুল ইসলাম রানা- জাতীয় পার্টির অষ্টম কাউন্সিলে অংশগ্রহণ করতে জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখার সভাপতি মাহমুদ আলী হাজী সাহেবের অবকাশ কালীন স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জুম্মা নামাজ শেষে কুয়েত সিটি গুলশান হোটেলে বিদায় সম্বর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখা…..।
বিদায় সম্বর্ধনা ও দোঁয়া মাহফিলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদ আলী হাজী,সভা পরিচালনা করেন জনাব হযরত আলী মল্লিক, সাধারন সম্পাদক, জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখা।
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলো সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান লুদাই মিয়া ,মোহাম্মদ ইসমাইল,মহিদুর রহমান সুন্দর আলী ,ফারুকুল ইসলাম প্রধান,রমিজ উদ্দিন ভান্ডারী ,ইউছুফ রানা,শাকিল আহমেদ স্বপন,রবি কানুন, ফারুক অহমেদ,ফজলুল হক,টিটু, ওসমান গনি,আফতাব উদ্দিন ,প্রকৌশলী হারুন অর রশিদ ,রাহিজ মিয়া,আব্দুল কুদ্দুস ,জাহাংগীর আলম,সেকেনদার মোল্ল্যা,মনির হোসেন ,জাহিদুল, আলতাফ হোসেন ও সাংবাদিক ntv’র প্রতিনিধি মইন সুমন ও বাংলার বার্তা স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম রানা।
Discussion about this post