ডেনমার্কে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে আল্লামা সিদ্দিকীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন আল্লামা সিদ্দিকী। তিনি দশম বিসিএস ফরেন ক্যাডারের কর্মকর্তা। আল্লামা সিদ্দিকী লন্ডন, ইসলামাবাদ, কলকাতা, টোকিওর বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
আল্লামা সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে এমএসএস ডিগ্রি লাভ করেন। ব্যক্তিগত জীবনে আল্লামা সিদ্দিকী বিবাহিত এবং দুই সন্তানের জনক।
Discussion about this post