বিশ্ববিখ্যাত ক্যামেরা ব্র্যাণ্ড নাইকন তাদের নতুন মডেলের ক্যামেরা নিয়ে আসবে। নাইকন ডি৪ ডিএসএলআর ক্যামেরা নিয়ে ইতিমধ্যেই চারদিকে হৈ-চৈ শুরু হয়ে গেছে। নাইকন ডি৪ ডি৩ এর উত্তরসূরী। এটি পেশাদার ফটোগ্রাফারদের জন্য তৈরি করা হয়েছে। নাইকন ডি৪ এ আছে ম্যাগনেসিয়াম অ্যালয়ের আবরণ। এতে আরও আছে ১৬.১ মেগাপিক্সেল সিএমওএস সেন্সর, ৯১০০০পিক্সেল থ্রি-ডি মেট্রিক্স মিটারিং সিস্টেম। এতে আরও আছে স্টেরিও মাইক্রোফোন জ্যাক, ২০-লেভেল অডিও মিটার এবং ৩০-লেভেল আউটপুট। এটি ১০০-১২,৮০০ আইএসও রেঞ্জ সাপোর্ট করবে এবং এটি সর্বনিম্ন ১০ফ্রেম-পার-সেকেন্ডে শ্যুট করতে পারবে। এর মাধ্যমে চাইলে ১০৮০পিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারবে। ভিডিও রেকর্ডিং এর সময়ে এটি ২.৭এক্স অপ্টিক্যাল জুম সাপোর্ট করবে।
সূত্রঃ এমএসএনবিসি
Discussion about this post