ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ও গোর্কণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হান্নানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,কৃষকদল,শ্রমিকদল,জাসাস,মহিলাদল,সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপজেলা সদরে এক বিক্ষোভ প্রতিবাদ মিছিল বের করে। পরে উপজেলা শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপির সহ সভাপতি ও চাপরতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন হাইকোর্ট থেকে জামিনে পাওয়া উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ও গোর্কণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন। প্রতিবাদ বক্তব্য রাখেন, বিএনপির প্রচার সম্পাদক কামরুল আলম ভুইয়া, দপ্তর সম্পাদক আহম্মেদ রেজা খোকন,সহ দপ্তর সম্পাদক বাদল দেব, উপজেলা যুবদল আহবায়ক সৈয়দ আবু সারোয়ার, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক নুরে আলম, জাসাস আহবায়ক শাখাওয়াত হোসেন ভুইয়া, যুগ্ম আহবায়ক পল্লব চক্রবর্তী, মহিলা দলের সভানেত্রী হাসনা হেনা, সাধারণ সম্পাদক তাজ মহল, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুসলেম উদ্দিন চৌধুরী সোহাগ, ছাত্রদল নেতা মিছির উদ্দিন, যুবদল নেতা মোবারক হোসেন, শ্রমিক দলের সভাপতি সিরাজ খাঁ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, কৃষকদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,ভলাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আইয়ুব খান, ফান্দাউক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,পূর্বভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন পিন্টু প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমএ হান্নান বলেন এটি একটি ষড়যন্ত্রমূলক মামলা। চৌকিদারের কাছে জিম্মা থাকা সরকারি গাছ চুরি করে বিক্রি করার প্রতিবাদ করায় কতিপয় স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রে এ মামলা দায়ের করা হয়েছে বলে তিনি দাবি করেন। এছাড়াও বক্তারা অবিলম্বে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাদেরকে প্রত্যাহারসহ হয়রানীমূলক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। উল্লেখ্য, নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নানের বিরুদ্ধে চৌকিদারকে মারধরের অভিযোগে ঘটনার ৭দিন পর গত শুক্রবার নাসিরনগর থানায় গোর্কণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হান্নানকে আসামী করে চৌকিদার সাহাজ মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেন। সোমবার এ মামলায় গোর্কণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হান্নান মহামান্য হাইকোর্ট থেকে জামিন পায়।
Discussion about this post