প্রবাসীদের কাছে ঈদ আছে কিন্তু আনন্দ নেই। বেশিরভাগ প্রবাসী ব্যাচেলরদের ঈদ বলতে পরিবারের সাথে ভিডিও কলে শুভেচ্ছা বিনিমিয় আর ঘুম। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই সারা দিন উৎসব, প্রিয়জনের সঙ্গে কাটানো সময় আর প্রতিটি মুহূর্তের আনন্দ ভাগাভাগি করা। যারা পরিবার নিয়ে প্রবাসে থাকেন তারা সাধারনত কয়েকটি পরিবার মিলে আয়োজন করে ঈদ উৎসবের। নাচ গানের আয়োজন, অথবা ঘুরে বেড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে। একে অন্যের বাসায় বেড়াতেও যান। ব্যাচেলর পরবাসিদের ঈদে থাকেনা আনন্দ। পরবাসে তাদের ঈদ কাটে ঘুমিয়ে অথবা দেশে রেখে আসা পরিবারের সাথে ভিডিও কলে কথা বলে। সুযোগ পেলে অতি জোর একটু ঘোরাঘুরি একে অন্যের ছবি উঠানো, বিশেষ করে ব্যাচেলর প্রবাসীরা এভাবেই ঈদের ছুটি উদযাপন করে থাকে।
ঈদের নামাজ শেষে কিছুটা সময় দেশে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানদের সাথে কথা বলা আর ঘুমেই কাটে তাদের ঈদ। অনেকের ভাগ্যে ঈদের দিনেও জুটে না ছুটি। তাই ঈদের পরবর্তি সময়ে কুয়েতে থাকা বন্ধু বান্দবদের জন্য নিজেরাই রান্না বান্না করে আনন্দ ভাগাভাগি করেন। আবার অনেক প্রবাসী আছে ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত তাদের ব্যবসা প্রতিষ্ঠানেই কাজের মধ্যে দিন যায়। ঈদের দিন বেশি বিক্রয় হওয়াতে তাতেই আনন্দ পায়। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা সত্যিই অন্য রকম আনন্দের। কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত হন প্রবাসীরা। পরিবারের হাল ধরতে এমন পরিস্থিতিকে মেনে নেন বলে জানান প্রবাসীরা।
Discussion about this post