মোবারক বিশ্বাস ঃ পাবনা সদর উপজেলার পৌর রামচন্দ্রপুর মন্ডল পাড়া থেকে হত্যাসহ একাধীক মামলার আসামী শাহিন (২৪)কে গ্রেফতার করেছে পাবনা থানা পুলিশ। পাবনা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মন্ডলপাড়া থেকে শাহিনকে শুক্রবার দুপুর ১টায় গ্রেফতার করা হয়। সে উক্ত এলাকার ফরিদ হোসেনের ছেলে। শাহিন ২০১১ সালে সংঘটিত ব্যবসায়ী তৌহিদ হত্যা মামলার চার্যশিটভুক্ত আসামী। এ ছাড়া তার বিরুদ্ধে পাবনা থানায় ২টি মারামরি ও হত্যা প্রচেষ্টা মামলার ওয়ারেন্ট রয়েছে। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক জীবন যাপন করছিলেন।
Discussion about this post