মোবারক বিশ্বাস পাবনা নিজস্ব সংবাদদাতা- র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা পাবনা সদর উপজেলার মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ৫৮০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো সদর উপজেলার মনোহরপুর গ্রামের আঃ হামিদ (হামু) প্রামানিকের ছেলে ইলিয়াস হোসেন প্রামানিক (৪০) ও চাটমোহর উপজেলার মূলগ্রাম এলাকার আবু তালেব শেখ’র ছেলে আনোয়ারুল ইসলাম শেখ (২৮)। র্যাব-১২ পাবনা ক্যাম্পের অধিনায়ক কে এম তানভির আনোয়ার জানান, সদর উপজেলার মনোহরপুর গ্রামে ইলিয়াস হোসেনের বাড়ীতে ফেন্সিডিল বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৯টার দিকে ওই বাড়িতে আভিযান চালিয়ে ওই দুই জন কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী গ্রেপ্তারকৃত ইলিয়াসের ঘরের খাটের নীচ থেকে ৫৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা । গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পাবনা থানায় মামলা করা হয়েছে। র্যাব আরো জানায়,উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ২,৯০,,৫০০/- (দুই লাখ নব্বই হাজার পাঁচশত) টাকা।
Discussion about this post