ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবির ৬০ হাজার ১৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হাফিজুর রহমান পেয়েছেন ৭ হাজার ৩২৮ ভোট। রোববার (২০ মার্চ) রাত সোয়া নয়টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. বশিরুল হক ভূঁইয়া এ ফলাফল ঘোষণা করেন।এছাড়া ইসলামী ঐক্যজোট প্রার্থী মো. ইউসুফ ভূঁইয়া পেয়েছেন ৬ হাজার ৮৭৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া পেয়েছেন এক হাজার ৫৮৬ ভোট ও জাতীয় পার্টির প্রার্থী আনিছ খান পেয়েছেন ৭৩৭ ভোট।
Discussion about this post