কুয়েত প্রতিনিধিঃ দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ, মানুষ মানুষের জন্য প্রবাদ গুলো শুধুই কথায় নয় কাজে প্রমান করলো কুয়েতে একঝাক নবীন প্রবীন প্রবাসীদের সমন্নয়ে গঠিত প্রবাসী বন্ধু মহল এর সদস্যরা। কুয়েতে টেক্সি চালক পেশায় নিয়োজিত প্রায় ৪১ একচল্লিশ জন প্রবাসী এই সংগঠনের সদস্য। ঐ সংগঠনের সদস্যদের বক্তব্যে মানবতাই শ্রেষ্ঠ কল্যান তার প্রমান দিয়েছেন। ওরা এক জনের সমস্যায় আরেক জন ঝাপিয়ে পরে নিঃস্বার্থ ভাবে। কুয়েতের যে প্রান্তেই থাক তাদের কারো একজনের গাড়ী নষ্ট হলে বা কোন দূর্ঘটনায় পরলে আর্থিক এবং মানষিক সহযোগিতায় কে কার আগে এগিয়ে যাবে এ নিয়ে রিতিমত প্রতিযোগিতায় নেমে পরেন তারা এমনটাই প্রকাশ পায় কিছু সহযোগিতা প্রাপ্ত সদস্যদের কথা শোনে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুয়েত সিটির রাজধানী হোটেলে শনিবারে
আয়োজিত এক আলোচনা সভায় এমন বক্তব্যদেন। সংগঠনের সভাপতি সা্ইফুল ইসলাম সাগরের সভাপতিত্বে ও নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সদস্যরা তাদের বক্তব্যে চলার পথে বিভিন্ন সমস্যা সমাধানের ও সংগঠনের সদস্যদের সহযোগিতা করার আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যবসায়ী সুলতান আবুল ও বিশেষ অতিথি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর তাৎপর্য় নিয়ে আলোচনা, দেশের গান ও অভিনেতা সাইফুল ইসলাম আনার ডিপজল ভাষার বিক্রিতির উপরে একটি নাটিকার অভিনয় করেন।
Discussion about this post