ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক, ৪ এপ্রিল : বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন পরিবর্তনের অঙ্গিকার নিয়ে সবসময় সবখানে – এ শ্লোগানকে সামনে নিয়ে আগামী ১৩ই এপ্রিল যুক্তরাষ্ট্রে উদযাপন করবে চ্যানেলটির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে আগামী ১৩ই এপ্রিল নিউজার্সির পেটারসনে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। অনুষ্ঠানে কংগ্রেসম্যান, স্টেট সিনেটর, পেটারসন মেয়র, জাতি সংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড.এ কে আবদুল মোমেন, কনসাল জেনারেল মো: মনিরুল ইসলাম, একুশে টেলিভিশনের ভাইস প্রেসিডেন্ট এস এম সামসুর রহমান শিমুল সহ নিউইয়র্ক, নিউজার্সির বাংলাদেশী কমুনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। দেশ, মাটি ও মানুষের কল্যানে একুশে টেলিভিশনের নিরন্তর পথ চলায় সাফল্য কামনায় এ অনুষ্ঠানে প্রবাসী বাঙালীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন একুশে টেলিভিশন যুক্তরাষ্ট্রের চীফ কো-অর্ডিনেটর দেওয়ান বজলু এবং একুশে টেলিভিশনের রিজিওনাল চীফ রিপোর্টার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সেলিম।
Discussion about this post