মুহাম্মদ জালাল উদ্দিন, কুয়েতঃ বাংলাদেশ কুরআন প্রশিক্ষন কেন্দ্র, কুয়েত হাসাবিয়া (পশ্চিম অঞ্চল) আল-আহলিয়া শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল ১৮ই রবিউল আউয়াল ১৪৩৩ হিজরী ১০ইং ফ্রেব্র“য়ারী ২০১২ইং আল- আহলিয়া ভবনে অনুষ্ঠিত হয়। হাফেজ রুহুল আমিন মোস্তফা পবিত্র কুরআন থেকে তেলেয়াত করা মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাষ্টার আব্দুল মুনীম। সিরাতে রাসুলুল্লাহ (সাঃ) অনুসরনের প্রয়োজনীয়তার উপর বয়ান করেন অনুষ্ঠানের প্রধান মেহমান হাফেজ মাওলানা নুরুল আলম। বিশষ মেহমান মাওলানা আব্দুর রব, বাংলাদেশ কুরআন প্রশিক্ষন কেন্দ্রর সাধারন সম্পাদক ওয়াহিদুর রহমান, পরামর্শ সভার সদস্য হাফেজ খুরশিদ আলম, মাসিক আল-হুদার সম্পাদক মাওলানা মামুনুর রশিদ। মাহফিল পরিচালনা করেন একরাম হোসেন। মাহফিলে রাশেদুল আলম, আবু হানিফ ও তার সঙ্গীরা ইসলামী সংগীত পরিবেশন করেন। মাহফিলে কুরআনের ছবক প্রদান করা হয়। ছবক প্রাপ্ত হলেন জাকির হোসেন, মোহাম্মদ ফরহাদ, মাসুদুর রহমান। অনুষ্ঠানে কুয়েতে কর্মরত প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদেরকে সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্ত হলেন একুশে টেলিভিশনের প্রতিনিধি মাঈনউদ্দিন সরকার সুমন, প্রবাস বাংলার সম্পাদক আ.ক.ম আজাদ, প্রবাসী কন্ঠ কুয়েত প্রতিনিধি মুহাম্মদ জালালউদ্দিন, সাপ্তাহিক সোনার বাংলা প্রতিনিধি আমির হোসাইন মজুমদার, মাসিক আল-হুদা’র মাওলানা মামুনুর রশিদ প্রবাস বাংলা বার্তা সম্পাদক শাহজালাল মজুমদার কানন, মাসিক মদিনার পথে সম্পাদক শরিফ মিজানুর রহমান, প্রবাস পত্রে আব্দুল কাদের এবং দৈনিক ইয়াদ প্রতিনিধি আল-আমিন রানা। বিশ্বের সকল মুসলিম উম্মার জন্য বিশেষ মোনাজাত করা হয়। রাতের খাবার পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Discussion about this post