মো. রাসেল ইসলাম,শার্শা উপজেলা প্রতিনিধি: বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি ও সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলামের মাকে কাগজপুকুর সাধারণ কবরস্থানে দাফন করা হয়েছে। দাফনের আগে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠিত হয়।
পারিবারিক সূত্র জানায়, গত শনিবার রাত সাড়ে ১১ টার সময় যশোর দড়াটনা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোল পরিবার।
Discussion about this post