ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাজারের নিয়ন্ত্রনকে কেন্দ্র করে দু’পরে সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ কমপে ১৫জন আহত হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামস্থ দয়াল বাবা গণি শাহ (রহ.) এর মাজারের নিয়ন্ত্রনকে কেন্দ্র করে রহমান মেম্বার ও হানিফ মিয়ার লোকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই নিয়ে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। জানা যায়, উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামের রহমান মেম্বার ও বড়িকান্দি ইউনিয়নের ধরাভাংগা গ্রামের হানিফ মিয়ার মধ্যে দয়াল বাবা গণি শাহ (রহ.) এর মাজারের নিয়ন্ত্রনকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল সকালে উভয় পরে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পরে চারজন টেঁটাবিদ্ধসহ কমপে ১৫জন আহত হয়। খবর পেয়ে নবীনগর থানার সলিমগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। টেঁটাবিদ্ধ মো. মতিন মিয়া (৪৫), মো. অহিদ মিয়াকে (২৫) ঢাকায় প্রেরন করা হয়েছে। আহত অন্যদের উপজেলাসহ পাশ্ববর্তী নরসিংদী জেলায় চিকিৎসা দেয়া হয়েছে। জানতে চাওয়া হলে কসবা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে এই প্রতিবেদককে জানান, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
Discussion about this post