কসবা,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপিনাথপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো:কুদ্দুছুর রেজা (৬৪)মঙ্গলবার ভোরে গোপিনাথপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আছর গোপিনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে নাযাজা শেষে রাষ্ট্রীয় মার্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। রাষ্ট্রীয় মার্যাদায় দাফন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আহমদ কবীর, অফিসার ইনচার্জ কসবা থানা গাজী মো:সাখাওয়াত হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এডভোকেট এ.কে.এম. আজিজুর রহমান সহ শিক্ষক,সাংবাদিক,মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে বীর মুক্তিযোদ্ধা কুদ্দুছুর রেজার মৃত্যুতে কসবা প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। উল্লেখ্য কুদ্দুছুর রেজা মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রীয়ভাবে জড়িত ছিলেন।
Discussion about this post