মোহাম্মদ সাখাওয়াত হোসেন (সেলিম) ইউএসএ নিউজ, নিউইয়র্ক: রেকর্ড সংখ্যক ইউএস সিনেটর, কংগ্রেসম্যান সহ মূলধারার রাজনীতিকদের উপস্থিতিতে ৯ জুন শনিবার মিশিগানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো ‘ফার্স্ট বাংলাদেশী আমেরিকান নাইট’। জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানের মাধ্যমে দু’জন ইউএস সিনেটর, মিশিগান অঙ্গরাজ্যের ৪ জন কংগ্রেসম্যান, স্টেট সিনেটর, স্টেট রিপ্রেজেন্টিটিভ সহ মূলধারার নেতৃবৃন্দের সাথে বাংলাদেশী কমিউনিটির সরাসরি মতবিনিময়ের সুযোগ হলো। এর আগে মিশিগানে বাংলাদেশীদের আয়োজনে কোন অনুষ্ঠানে একসংগে এত সংখ্যক ইউএস সিনেটর, কংগ্রেসম্যান সহ মূলধারার রাজনীতিকের উপস্থিতি লক্ষ করা যায়নি। অনুষ্ঠানে আমেরিকায় বাংলাদেশের গার্মেন্টস সামগ্রীর ডিউটি ও কোটা ফ্রী প্রবেশাধিকার, দক্ষ বাংলাদেশী কৃষি শ্রমিকদের ইমিগ্রেন্ট হিসেবে কর্মসংস্থান সৃষ্টি সহ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি পেশ করা হয়। উপস্থিত সিনেটর ও কংগ্রেসম্যানরা তাদের বক্তব্যে এ সকল দাবি-দাওয়াকে যৌক্তিক হিসেবে উল্লেখ করে তা বাস্তবায়নে সিনেট ও কংগ্রেসে তুলে ধরার আশ্বাস প্রদান করেন। বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাস, ইউএসএ এর মিশিগান স্টেট বিএডিসি আয়োজিত ব্যতিক্রমী এ অনুষ্ঠানের শ্লোগান ছিলো, রি-ইলেক্ট ওবামা-বাইডেন, ইলেক্ট ইউএস সিনেটর ডেŸী স্টেবিনো অ্যান্ড অল ডেমোক্রেটিক পার্টি ক্যান্ডিডেইটস।
বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাস, ইউএসএ’র কনভেনর এবং মিশিগান স্টেট বিএডিসি’র বোর্ড প্রেসিডেন্ট ও চেয়ারম্যান ড. নাজমুল হাসান (শাহিন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে কীনোট স্পীকার ছিলেন সিনেট আর্মড কমিটির চেয়ারম্যান ইউএস সিনেটর কার্ল লেভীন, প্রধান অতিথি ছিলেন সিনেট এগ্রিকালচার কমিটির চেয়ারম্যান ইউএস সিনেটর ডেবী স্টেবিনো ও চীফ স্পীকার ছিলেন এমডিপি চেয়ারম্যান মার্ক ব্রিউয়ার। সম্মানিত অতিথি ছিলেন ইউএস কংগ্রেসম্যান গেরী পিটার্স, হ্যানসেন ক্লার্ক, সেন্ডার লেভীন ও জন কনিয়ার্স সহ স্টেট সিনেটর, স্টেট রিপ্রেজেন্টিটিভ সহ মূলধারার বিভিন্ন পর্যায়ের নির্বাচিত নের্তৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রিপা হক, ইকবাল ফয়েজ স্বপন, রুহুল হুদা, তৌহিদা হক পলী, সুলাইমান বাহার, মলি আহমেদ, শারমিন জাকারিয়া, ফারিহা ফেরদৌস, রুশদী হাসান, রাহিব হাসান, রুহুল শাকিব, তাহসিন আসজাদ, তাহসিন রহমান, তামান্না আজিম, সাদাত বাহার, শারমিন সালাম ও শাউলিন সালাম।
সার্বিক সহযোগিতায় ছিলেন মিশিগান স্টেট বিএডিসি’র ফেরদৌস গাজী, জুবারুল চৌধুরী খোকন, সেলিম আহমেদ, ড. জাকিরুল হক টুকু, ড. মো: আজিম, মেরিনা আজিম, কাজী সোহেল আহমেদ, ড. সিরাজুল হক, ড. মাশকুর হোসাইন, মোশারফ সাঈদ চৌধুরী, ড. নাসিম উদ্দিন, জেনেট উদ্দিন, এম সালাম সেলিম, মোস্তফা কামাল, কাউসার দেওয়ান, আরমানি আসাদ, মো: জামান, জিএম জাকারিয়া, আবু হানিফ, নজেল হুদা, জুয়েল হুদা, সৈয়দ খান, এ এম খান, ড. আহমাদুল হাসান, ড. মওদুদুর রহমান, ফারজানা ফেরদৌস, মেরন রহমান, মনির জামান, এমএ মতিন, কমোডর অব: মাহবুবুর রহমান, আরিফ সাকুয়া, বাপ্পী, ড. ইকরামুল খান, হারুন রশিদ, জামি খান, জিয়া হক, ফয়সাল চৌধুরী, ফিরোজ খান, হাফিজ রহমান, মাহবুব চৌধুরী, এস মন্ডল, ড. আবু নাসের, রশিদ জামিল তুহিন, সেলিমা জামান লুসি, জাহেদ হক, খাজা রহমান, শামিম আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ ককাসের কো-চেয়ারম্যান জোসেফ ক্রাউলী, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের ও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনার বাণী পড়ে শুনানো হয়। অনুষ্ঠানে আমেরিকায় বাংলাদেশের গার্মেন্টস সামগ্রীর ডিউটি ও কোটা ফ্রী প্রবেশাধিকার, দক্ষ বাংলাদেশী কৃষি শ্রমিকদের ইমিগ্রেন্ট হিসেবে কর্মসংস্থান সৃষ্টির দাবি ছাড়াও ইমিগ্রেশ্যান ইস্যু, ড্রিম অ্যাক্ট সহ প্রভৃতি বিষয় তুলে ধরা হয় এবং তা বাস্তবায়নের দাবি জানান হয়। অনুষ্ঠানে অতিথিরা এ সকল দাবি বাস্তবায়নে তাদের সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি আমেরিকার রাজনীতিতে দ্রুত ক্রমবর্ধমান বাংলাদেশী আমেরিকানদের ভূঁয়সী প্রশংসা করেন।
মিশিগানের ট্রয় শহরের বালকান আমেরিকান কমিউনিটি সেন্টারের বিশাল হলে ওই দিন বিকেল ৬ টায় এ অনুষ্ঠান শুরু হয়। ইউএস সিনেটর, কংগ্রেসম্যান, স্টেট সিনেটর সহ মূলধারার নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠানে সকলে মিলে ডিনার করেন। ডিনার ও আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে গভীর রাত পর্যন্ত চলে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের পরিবেশিত লাইভ কনসার্ট। জমকালো এ অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী হায়দার হোসেন, বিউটি দাশ, পোলক ও জিল্লুর গান পরিবেশন করেন। ছোট ছোট শিশুরা পরিবেশন করে নৃত্য।
অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়া কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির সকল পর্যায়ের শিক্ষাবিদ, পেশাজীবী, সাংবাদিক ও ব্যবসায়ী সহ বিপুল সংখ্যক প্রবাসী অংশগ্রহন করেন। মিশিগানে এ ধরনের অনুষ্ঠানের আয়োজনে আনন্দিত স্থানীয় প্রবাসীরা। গভীর রাত পর্যন্ত মন্ত্রমুগ্ধের মতো অনুষ্ঠান উপভোগ করেন হল ভর্তি শ শ দর্শক শ্রোতা।
Discussion about this post