রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ৮নং ওয়ার্ডে ইভিএম মেশিন নষ্ট হয়ে যাওয়ায় স্থগিত থাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে সাধারণ কাউন্সিলর পদে শান্তিপূর্ণ ভাবে পুন:ভোটগ্রহণ শেষ গণনার শুরু। তবে এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নয়, ভোট গ্রহণ করা হয় ব্যালট পেপারের মাধ্যমে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হয়। রাসিকের রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার বলেন,এর আগে গত ১৫ জুন শনিবার নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনার সময় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রের একটি বুথে ইভিএম মেশিন নষ্ট হয়ে যাওয়ার কারণে ফলাফল ঘোষণা স্থগিত করা হয়। ওই বুথে ৩১০টি ভোট পড়ে। ওই কেন্দ্রের সাতটি বুথ ছাড়াও ল্যাবরেটরি ও লক্ষ্মীপুর স্কুলকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়েছিল। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪১৮ জন। উলেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে আবার ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্বাচন কমিশন এই নির্দেশ দেয়। ইভিএম মেশিন নষ্ট হয়ে যাওয়ার কারণে রাজশাহী টিচার্স টেনিং কলেজ কেন্দ্রের একটি বুথের ভোট নষ্ট হয়। ওই বুথে ৩১০টি ভোট ছিল। শুধু সাধারণ কাউন্সিলর পদের জন্য ওই কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়ে। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ড থেকে এবারে কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন যারা। আনোয়ার হোসেন বাবু– হাতি, আব্দুল হামিদ– সিংহ, এসএম মাহবুল হক পাভেল — টিউবয়েল, আব্দুল মোত্তালিব মিঠু– মোরগ ও ইমতিয়াজ হোসেন– চাঁদ। টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে মোট ভোটার ২৪১৮। ১৫ ই জুন এই কেন্দ্রের ৭টি বুথের মধ্যে ৬টি বুথের ফলাফলে আব্দুল হামিদ– সিংহ , ১৫২ ও এস এম মাহবুবুল হক পাভেল — টিউবয়েল, ১১৯৯ ভোট পান। টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রের একটি বুথ বাদে আব্দুল হামিদ মোট ১৮৮৮ এবং পাভেল ১৭৬৭ ভোট পান। টিচার ট্রেনিং কলেজ কেন্দ্রের যে বুথে ইভিএম মেশিন সমস্যা হয়েছে সেখানে ভোট পড়েছে ৩১০।
Discussion about this post