বাংলাদেশ দূতাবাস, লিবিয়া যথাযথ মর্যাদা ও গভীর ভালবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯-তম জন্মদিন উদযাপন করেছে। শেখ রাসেল দিবস ২০২২ এর প্রতিপাদ্য “শেখ রাসেল: নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক”-কে সামনে রেখে দূতাবাস আয়োজিত অনুষ্ঠানের শুরুতে মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান স্থানীয় প্রবাসী বাংলাদেশিগণ ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে দূতাবাস প্রাঙ্গণে মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দিবসটি উপলক্ষ্যে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। এরপর ত্রিপলীস্থ বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের পরিবেশনায় এক মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। দূতাবাস আয়োজিত এসকল অনুষ্ঠানমালায় ত্রিপলীতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিগণ তাদের পরিবার-পরিজনসহ উপস্থিত ছিলেন।
Discussion about this post