মামুর উল্লাহ আরব আমিরাত থেকে: বাংলাদেশের বেসরকারী জনপ্রিয় চ্যানেল দিগন্ত টিভি খুলে দেয়ার দাবীতে প্রতিবাদ সভা করেছেন সংযুক্ত আরব আমিরাত আবুধাবী দিগন্ত টিভি দর্শক ফোরাম। স্থানীয় হোটেলের হল রুমে দর্শক ফোরামের সভাপতি জাকের হোসেন খতিবের সভাপতিত্বে সালেহ গফুর ময়ুরের পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য করেন আবুধাবী বাংলাদেশ ইসলামিক স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সদস্য আব্দুস সালাম তালুকদার, ইসমাঈল হোসেন তালুকদার, দিগন্ত টিভি আরব আমিরাত প্রতিনিধি মামুর উল্লাহ, নজরুল ইসলাম, ইকবাল হোসেন, আমিনুল ইসলাম টিপু, মোতাহের হোসেন সহ আরো অনেকে।
প্রতিবাদ সভায় বক্তরা বলেন, দিগন্ত টিভি সত্য ও সুন্দরের পক্ষে অবিরাম পথ চলার কারণে রাজনৈতিক হয়রানীর ন্বীকার হয়েছে। সরকারের তোশামোদ করলে দেশের অন্য সব মিডিয়ার মতো বুক ফুলিয়ে চলতে পারতো। মজলুম জনতার পক্ষে কথা বলায় দিগন্ত টিভিকে আগাম কোন নোটিশ ছাড়া বন্ধ করা হয়।
অনুষ্ঠান শেষে দেশের সার্বিক পরিস্থিতে নিহিত ও দিগন্ত টিভি খুলে দেয়ার জন্যে দোয়া করা হয়।
Discussion about this post