মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে : হালুয়াঘাট ধোবাউড়া গণ সংযোগকালে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ন্যূনতম লজ্জা শরম থাকলে বর্তমান সরকারের পদত্যাগ করা উচিৎ। সুরক্ষিত সেনগুপ্তর অর্থ কেলেংকারীর প্রেক্ষিতে আগের দিন পদত্যাগ নাটক, পরের দিন দফতর বিহীন মন্ত্রী হিসেবে ঘোষণাকে সরকারের প্রতারনা উল্লেখ করে তিনি বলেন, সরকার নার্ভাস হয়ে পড়েছে বলেই এ সব ঘটছে। তিনি আরো বলেন, মন্ত্রীর শপথ নেয়ার পর সেন বাবু রেলের কালো বিড়াল তাড়ানোর প্রত্যায় ব্যক্ত করে ৪ মাসের মাথায় নিজেই কালো বিড়াল হিসেবে আত্ম প্রকাশ করে প্রমান করেছেন, সরকারের ভেতরে শত শত কালো বিড়াল রয়েছে। জনগনকেই এই কালো বিড়াল তাড়ানোর শপথ নিতে হবে। এমরান সালেহ প্রিন্স গত ১৫ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ধোবাউড়া উপজেলার কল সিন্দুর শিমুলতলী বাজার, পাবিয়াজুরী, গণ সংযোগকালে স্থায়ী জনসাধারনের সাথে মত বিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, বি.এনপি সরকারের সময় দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছিল। আওয়ামীলীগ সরকারের আসলে গ্রাম গঞ্জে জুয়া, হাউজি, যাত্রা, লুটপাট, ঘুষ দুর্নীতি আর সন্ত্রাসের জোয়ার সৃষ্টি হয়েছে। তিনি বিগত বিএনপি সরকারের আমলে হালুয়াঘাট ও ধোবাউড়ায় বিভিন্ন উন্নয়নের বর্ননা দিয়ে বলেন, বর্তমান সরকারের সাড়ে ৩ বছরে তার সিকি পরিমান ও উন্নয়ন হয় নাই। তিনি উন্নয়নের রাজনীতির ধারা ফিরিয়ে আনতে জনগনের প্রতি বিএনপি’র পতাকাতলে ঐক্যবদ্ধ হতে আহবান জানিয়ে বলেন, বর্তমান সরকারের সর্বক্ষেত্রে ব্যর্থতার ফলে সর্বগ্রাসী সংকটে নিমর্জিত দেশকে রক্ষা করতে বিএনপি’র কোন বিকল্প নাই। তিনি কৃষি ও কৃষক সমাজকে ধ্বংস করছে বর্তমান সরকারের কর্মকান্ডের তীব্র সমালোচনা করে বলেন, নির্বাচনের পূর্বে নানা প্রতিশ্র“তি দিয়ে ক্ষমতায় এসে সরকার এখন সব ভুলে গেছে। কৃষক তার কৃষি পন্যের ন্যায্য মূল্য পাচ্ছেনা, অথচ কৃষি উপকরন সহ জীবন ধারনের সকল প্রয়োজনীয় জিনিষ কৃষককে কিনতে হচ্ছে বেশী দামে। এই অসহনীয় পরিস্থিতি চলতে থাকলে ১ বছরের মধ্যেই কৃষি উৎপাদন মারাত্মক ভাবে দ্রাস পাবে এবং তীব্র খাদ্য সংকট দেখা দিবে। তিনি বলেন, বি.এনপি ক্ষমতায় আসলে কৃষকের সুদিন ফিরে আসবে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। তাই তারা আগামী নির্বাচনে কারচুপি করে আবার ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। একারনে তরিঘড়ি করে আবার ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। এ কারনে তরিঘড়ি করে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নিজেদের দলীয় সরকারের অধীনে ব্যবস্থা করছে আওয়ামীলীগ। এ বিষয়ে তিনি বিএনপি’র অবস্থান ব্যাখ্যা করে বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলেই তাতে বিএনপি অংশ নেবে। দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে না এবং সেই নির্চাচন হতেও দবনা বিএনপি নির্দালীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বিএনপ’র নেতা কমৃিদের দূর্বার আন্দোলনে শরীক হতে প্রস্তুতি গ্রহনের আহবান জানিয়ে তিনি বলেন, ১০ জুনের মধ্যে সরকার এ দাবী মেনে না নিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কঠোর কর্মসূচীর দেবেন তাতে সকল পর্যায়ের নেতা কর্মীকে জীবন বাজী রেখে অংশ নিতে হবে। হালুয়াঘাট শিমুল তলী বাজারে তিনি শহীদ জিয়া স্মৃতি সংঘের উদ্বোধন করেন। হালুয়াঘাট ও ধোবাউড়ায় গণসংযোগ কর্মসূচীতে জনান এমরান সালেহ প্রিন্সের সাথে অধ্যাপক এ.কে.এম এনায়েত উল্লাহ কালাম, আসলাম মিয়া বাবুল, ইলিয়াস খান, আরফান আলী, আবুল হাসমত বদরুল কবীর, গোলাম রাব্বানী, হাবিবু রহমান হাবিব, আব্দুল মালেক খান, জয়নাল আবেদীন ফকির, রেজাউল ইসলাম মন্ডল, আব্দুল আজিজ খান, মিজানুর রহমান মিজান, মীর্জা সালাউল, মফিজ মেম্বার, সারোয়ার হোসেন, নূরুল ইসলাম, আব্দুল মোতালেব, দিদারুল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post