ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজের স্ন�াতক শেষ বর্ষের ছাত্র মোঃ দুলাল মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত রবিবার বিকেলে সরাইল-অরুয়াইল সড়কের পাকশিমুল এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেয় হাজারো মানুষ। জনপ্রতিনিধি,সাংবাদিক ও প্রশাসনের কর্তা ব্যাক্তিরা মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। এসময় বক্তারা দুলাল হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান খান এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। উল্লেখ্য, গত ২৩ মার্চ অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ ক্যাম্পাসে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে কলেজ ছাত্র দুলালকে গুরুতর আহত করে। ২৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় অরুয়াইল ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিনকে প্রধান আসামি করে ৭৬ জনের বিরুদ্ধে সরাইল থানায় হত্যা মামলা হয়। দুলালের মৃত্যুতে পাকশিমুল এলাকার লোকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ এ পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করেছে।
Discussion about this post