রমেশ মজুমদার : হিন্দু কে মুসলমান করার জন্য মারধরের ঘটনা বাংলাদেশে প্রথম নয়।
কিন্তু স্হানীয় সূত্রে জানা যায় যে স্বর্গীয় বিশ্বনাথ রায় এর ছেলে অভি রায় কে জোর পূর্বক হিন্দু থেকে মুসলমান করার জন্য রাজবাড়ি জেলার দাদছি ইউনিয়ন এর মাধবলক্ষীকোল গ্রামে বিএনপি ও জামাত সমর্থীত নেতা মুজিবুল খান এর নেতৃত্বে ১০/১২ জনের একটি দল ২০১৫ সালের ১৪ই আগস্ট অভি রায় ও তার পরিবার কে পূজা করতে নিষেধ ও জোরপূর্বক হিন্দু থেকে মুসলমান করার জন্য মারধর করা হয় ও হত্যার জন্য হামলা করা হয়।
প্রাণনাশ এর ভয়ে তারা পুলিশের কাছে কোন অভিযোগ করার সাহস করে নি।
Discussion about this post