বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে কুয়েত প্রবাসীদের দুর্ভোগ কমলো। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে হেলথ ডিক্লারেশন ফরম পূরণের নিয়ম বাতিল করায় আনন্দিত কুয়েত প্রবাসীরা। কুয়েত থেকে বাংলাদেশে ভ্রমনের ক্ষেত্রে এখন থেকে আর অনলাইনে ‘হেলথ ডিক্লারেশন ফরম’ পূরণ করতে হবে না। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১ নভেম্বর ) থেকে এ বিধান জারি করে সার্কুলার দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বাংলাদেশে ভ্রমনের ক্ষেত্রে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করার বিধান রেখে সার্কুলারটি গত ৩০ অক্টোবর জারি করা হয়েছিলো। এতে অনেক ভোগান্তিতে পরতে হয়েছে বাংলাদেশে ছুটিতে যেতে ইচ্ছুক প্রবাসীদের। কুয়েতে বদুর ট্রাভেলস এর ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ সেলিম হাওলাদার বলেন অনেক প্রবাসী কোন প্রয়োজনে জরুরী দেশে যেতে হলে এক প্রকার বিরম্ভনায় পরতে হতো আবার যারা দেশে যাবেন এমন প্রবাসীদের ভিড় সব সময় লেগেই থাকত কুয়েতে ট্রাভেল এজেন্সিগুলোতে।
এখন আর সেই ভোগান্তিতে পরতে হবে না প্রবাসীদের। কুয়েতে অবস্থানরত সকল নাগরিক এবং প্রবাসীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকার পূর্ণ ডোজ গ্রহন করা বাধ্যতামুলক ছিলো। যদি কেউ টিকার পূর্ণ ডোজ না নিয়ে থাকেন তাহলে ঐ প্রবাসীর রেসিডেন্সি রিনিউ করতে পারতেন না। এতে ঐ প্রবাসী কুয়েতে অবৈধ হয়ে যেতেন। বর্তমানে কুয়েতে সকল বৈধ রেসিডেন্সিধারী প্রবাসী টিকার পূর্ণ ডোজ গ্রহন করেছেন। কুয়েত প্রবাসীরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান এই হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করার বিধান বাতিল করার জন্য। কুয়েত প্রবাসীদের মধ্যে এখন এমন একজন নেই যাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকার পূর্ণ ডোজ গ্রহন করা হয়নি। তাই আগামীতে কুয়েত প্রবাসীদের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রনালয়ের কোন বিধি নিষেধ দেওয়ার পূর্বে প্রবাসীদের দুর্ভোগ লাগবে বাংলাদেশ সরকারকে বিবেচনা করার অনুরোধ জানান।
Discussion about this post