ভালোবাসায় উপহার বিনিময় নিশ্চয়ই নতুন বিষয় নয়। কিন্তু সে উপহারের গায়ে যদি মোটা অংকের ট্যাগ লাগানো থাকে তবে অবশ্যই তা আলাদা করে নজরে পড়ে। তেমনিই আলোচনায় উঠে এসেছে বলিউড রানীকে উপহার দেয়া পরিচালক আদিত্য চোপড়ার ভালোবাসার উপহারটি।
রানী মুখার্জী আর আদিত্য চোপড়ার প্রেমের খবর তো সবাই জানেন। বিয়ের পিঁড়িতে বসতে দেরি করলেও লুকিয়ে লুকিয়ে প্রেম করার মজাটা তারা ভালোই উপভোগ করছেন। সম্প্রতি গার্লফ্রেন্ড রানী মূখার্জীকে অডি এ ৮ ডব্লউ১২ মডেলের একটি গাড়ি উপহার দিয়েছেন আদিত্য চোপড়া। যার মূল্য প্রায় ১কোটি ২৫ লক্ষ রুপি।
সম্প্রতি আদিত্য চোপড়া নিজেই এ ৮ ডব্লউ১২ মডেলের গাড়িটি চালিয়ে রানীর বাঙলোতে আসেন। এরপর রানীকে নিয়ে সে গাড়িতে চড়ে বেরিয়ে যান। দুজনে খানিকটা সময় একসঙ্গে কাটিয়ে রানীর বাঙলোতে ফিরে আসেন। এরপর গাড়িটির চাবি রানীকে দিয়ে আদিত্য তার নিজের গাড়ীতে চড়ে সেখান থেকে বেরিয়ে আসেন।
দামি এ উপহার তো গার্লফ্রেন্ড রানীর প্রতি আদিত্য চোপড়ার এ ভালোবাসার প্রমান দেয়। এবার খুব শিগগিরই বিয়ের ঘন্টা বাজিয়ে প্রেমের পরিনতি টানবেন সে আশাই করছেন ভক্তরা।
<iframe width=”640″ height=”360″ src=”http://www.youtube.com/embed/ReX8op2lxlA?feature=player_embedded” frameborder=”0″ allowfullscreen></iframe>
Discussion about this post