শেখ এহছানুল খোকন মধ্যপ্রাচ্য ব্যুরো প্রধান কুয়েতঃ- “অগ্নিঝরা মার্চ” ও স্বাধীনতা দিবসকে সামনে রেখে জাতীয় উত্থানে শ্রেষ্ঠ কবিতার শ্রেষ্ঠ শ্লোগান শীর্ষক আলোচনা “দাবায়ে রাখতে পারবানা” উপলক্ষে আবৃত্তি, কুয়েত প্রবাসী কবিদের লেখা কাব্য গন্থের মোড়ক উম্মোচন, গুণী ব্যক্তিকে সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট প্রাবন্ধিক আলী আজমের সমন্বয়ে, সমন্বিত আবৃত্তি চর্চা কেন্দ্র কুয়েত কর্তৃক এই অনুষ্ঠানের আয়োজন করা হয় কুয়েত সিটির রাজধানী হোটেলে। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য ও প্রবন্ধ পাঠ করেন মোঃ আলী আজম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এস এম নজরুল ইসলাম কান্ট্রি ম্যানেজার বিমান বাংলাদেশ এয়ার লাইন্স লিঃ কুয়েত, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডঃ ইকবাল হোসেন ডিফেন্স চ্যাপ্টার, প্রকৌশলী হাবিবুর রহমান, হাজী জুবায়ের আহমেদ, ফয়েজ কামাল ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত, শেখ আকরামুজ্জামান সভাপতি বঙ্গবন্ধু পরিষদ কুয়েত, রবিউল আলম রবি সভাপতি মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, মুক্তিযোদ্ধা মোঃ ইয়াকুব ব্যুরো চীপ আজকের সূর্যোদয়, রফিকুল ইসলাম ভুলু সভাপতি আওয়ামী ফাউন্ডেশন, আব্দুল কাদের মোল্লা সহ-সভাপতি কুয়েত বিএনপি, হারুণ অর রশিদ সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগ কুয়েতসহ স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সামাজিক সংগঠনের মধ্যে চট্টগ্রাম সমিতি, জালালাবাদ সমাজ কল্যাণ সমিতি, বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি, বরিশাল সমিতি, নোয়াখালী সমিতি, কুমিল্লা প্রবাসী পরিষদ, মানিকগঞ্জ সমিতি, বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতি, ঋতু রাঙ্গা শিল্পী গোষ্ঠী, সবুজ বাংলা সাংস্কৃতিক ঐক্য জোট, স্বরলিপি শিল্পী গোষ্ঠী, প্রবাসী সাহিত্য পরিষদ, জাতীয় কবিতা পরিষদ, লেখক ফোরাম, রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন পত্র-পত্রিকার সাংবাদিক ও মিডিয়ার প্রতিনিধিদের মধ্যে একুশে টিভি, আজকের সূর্যোদয়, অপরাধ চিত্র, দৈনিক বাংলার বার্তা, প্রবাসী কণ্ঠ, দৈনিক ইয়াদ কুয়েত থেকে প্রকাশিত মরুলেখা, প্রবাস বাংলা, স্বদেশ, মদিনার পথে, একুশে বাংলা ও (প্রিন্ট ও ইলেক্ট্রনিক) অনলাইন পত্রিকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুয়েত প্রবাসী কবিদের স্বরচিত কবিতা পাঠ করেন যথাক্রমে- আব্দুস সালাম, আল-আমিন রানা, এইচ এম হুমায়ন কবির চৌধুরী, আব্দুর রহিম, আব্দুল মালেক, মুজাহিদ, রফিকুল ইসলাম ভুলু, ফরিদুজ্জামান খোকন, আজাদ নূর, আল-আমিন চৌধুরী স্বপন, আশরাফ তানজিন। সমন্বিত আবৃত্তি চর্চা কেন্দ্রের আবৃত্তিকারদের প্যাকেজ রক্তে কেনা স্বাধীনতা’র পৃষ্ঠে আবৃত্তি করেন শাহ সুমন রাহাত, সাইফুল ইসলাম মনছুর, শেখ এহছানুল হক খোকন, কান্ত পথিক, সঞ্জিব ভদ্র চন্দন, কাজী মাহবুবুল ইসলাম লিটন, কামরুজ্জামান বাবু, প্যাট্রিক গমেজ প্রমুখ। অনুষ্ঠানে কুয়েত প্রবাসী কবিদের লেখা কাব্যগন্থের মোড়ক উম্মোচনদের মধ্যে ছিল আলী আজমের সম্পাদনায় পঁচিশজন কবির লেখা কাব্যগ্রন্থ “তবুও কবিতা”, কাজী মাহবুবুল ইসলাম লিটনের “উড়ে উড়ে শাঁ-শাঁ”, জুলফিকার পথিকের “উতল জোছনা”, আজাদ নূরের “ভাবো মন অনুক্ষন”। কুয়েতের মাটিতে বিশেষ চিত্র শিল্পী ও শিশু বন্ধু যার হাত ধরে শত শত শিশু চিত্র অঙ্কন নিয়ে কাজ করে সেই গুণী ব্যক্তি বিশিষ্ট চিত্র শিল্পী ও অঙ্কন প্রশিক্ষক জহরুল কাইয়ুম বাহারকে চারুকলা শিল্প প্রসারে বিশেষ অবদানে জন্য অনুপম সম্মাননা প্রদান করা হয়। বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ও সমন্বিত আবৃত্তি চর্চা কেন্দ্রের সদস্যরা এই সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে বাংলাদেশ যুব সাংস্কৃতিক ক্রিড়া চক্র ব্যান্ডদল ও বাউল শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন। কান্ত পথিক ও কাজী মাহবুবুল ইসলাম লিটনের সঞ্চালনে অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে এবং বিভিন্নভাবে সহযোগীতা করেছেন তাঁদেরকে কৃতজ্ঞতা জানানো হয়। প্রবাসের মাটিতে দেশের ঐতিহ্য, সম্মান, সাংস্কৃতিক কর্মকান্ড, সৃজনশীল সকল কর্মকান্ড প্রকাশ ও প্রচারের লক্ষ্যে এই সমন্বিত আবৃত্তি চর্চা কেন্দ্রের মূল উদেশ্য ও লক্ষ্য পাশাপাশি শিশুদের বিকাশ ঘটাতে ও উৎসাহিত করতেও কাজ করে যাচ্ছে। বাংলাদেশ আরো উঁচু করে বিশ্বের মাঝে স্থান করবে যদি আমরা সকল বাঙালী তথা বাংলাদেশীরা সংস্কৃতির ধারা অব্যাহত রাখতে পারি এগিয়ে যাও বাঙালী মনের গভীর হতে ভালোবাসো বাংলাদেশকে স্বাধীনতা দিবসে এই হোক সকলের অঙ্গিকার।
Discussion about this post