মোবারক বিশ্বাস নিজস্ব সংবাদদাতা ঃ গতকাল শুক্রবার সকাল ৯টায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পাবনা পুলিশ লাইনস মাঠে অগ্রণী ব্যাংক পাবনা অঞ্চলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১২ ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে। শুরুতে শিবরামপুর শাখার ব্যবস্থাপক এসপিও একেএম সালমান শরীফ কোরআন তেলওয়াত পাঠ করে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান করেন। ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডঃ শামসুল হক টুকু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, পাবনা জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মোঃ জাহাঙ্গির হোসেন মাতুব্বর, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারোফ হোসেন, উপ-মহাব্যবস্থাপক অগ্রনী ব্যাংক লিমিটেড রাজশাহী সার্কেল সচিবালয় মিসেস কল্পনা সাহা । স্বাগত বক্তব্যে মিসেস কল্পনা সাহা বলেন, ৩০ লক্ষ শহীদের আত্বত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ স্বাধীন দেশে অগ্রণী ব্যাংক ব্যবসার পাশাপশি দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে জনগনের ব্যাংক হিসাবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আপনাদের সহযোগিতায় অগ্রণী ব্যাংক আপনাদের ব্যাপকভাবে সেবা প্রদান করে যাবে এবং দেশের সার্বিক উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখবে। পাবনা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোঃ আকরাম হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পাবনা অঞ্চলের ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা সকলে স্বতফুর্তভাবে অংশ গ্রহণ করেছে আমি তাতে আনন্দিত। আমি তাদের এই অংশ গ্রহনের মধ্যে দিয়ে বলতে চাই শত বাধা বিপত্তি ও দুর্যোগের মধ্যেও তারা ব্যাংকের স্বার্থ ও দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে। এরপর শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। ২৩টি ইভেন্টে প্রতিযোগীরা অংশ গ্রহণ করেন। বিকালে প্রধান অতিথি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। অনুষ্টানে অতিথীদের অভ্যার্থনা জানান, আব্দুল হামিদ রোড শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ শওকত আলী, কলেজ গেট শাখার ব্যবস্থাপক এসপিও নজরুল ইসলাম, শিবরামপুর শাখার ব্যবস্থাপক এসপিও একেএম সালমান শরীফ, আঞ্চলিক কার্যালয়ের এসপিও মিসেস আলেয়া বেগম, মোঃ শাহাজ উদ্দিন এসপিও আঞ্চলিক কার্যালয়, মোঃ সুজাউদ্দিন সরকার এসপিও ব্যবস্থাপক হাজী মোঃ মহসীন রোড, মোঃ শামসুর রহমান এসপিও ব্যবস্থাপক সুজানগর শাখা, মোঃ আব্দুল হান্নান এসপিও ব্যবস্থাপক ইশ্বরদী শাখা, মোঃ নুরুল ইসলাম সিনিঃ অফিসার ব্যবস্থাপক আটঘরিয়া শাখা, সভাপতি সিবিএ মোঃ তফাজ্জল হোসেন, সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম । অনুষ্টানে সভাপতিত্ব ও সমাপনী ঘোষনা করেন উপ-মহাব্যবস্থাপক মোঃ আকরাম হোসেন অগ্রণী ব্যাংক লিমিটেড পাবনা অঞ্চল।
Discussion about this post