তৈয়বর রহমান টনি নিউ ইর্য়কঃ দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা আর নেই।
৯৫ বছর বয়সী ম্যান্ডেলা জোহানেসবার্গের হাউটন শহরতলিতে নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় নিবিড় চিকিৎসার অধীনে ছিলেন। ফুসফুসে সংক্রমণজনিত অসুস্থতার কারণে প্রিটোরিয়ার মেডিক্লিনিক হাসপাতালে প্রায় তিন মাস চিকিৎসা নেওয়ার পর গত ১ সেপ্টেম্বর বাড়িতে ফেরেন তিনি।দক্ষিণ আফ্রিকার জাতির জনক হিসেবে খ্যাত ম্যান্ডেলা ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। এর আগে দীর্ঘ ২৭ বছর কারাভোগ করেন তিনি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আকতার হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আবেগময় কন্ঠে বলেন, আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা অবদানের কথা জাতি চিরদিন স্মরণ রাখবে।তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মরহুমার ‘বিদেহী আত্মার শান্তি’ কামনার জন্য সকল প্রবাসী বাঙ্গালী ভাই-বোনদের প্রতিও বেদনাহত হৃদয় থেকে আহবান জানিয়েছেন-যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এর সহ-সভাপতি ফজলুর রহমান, সৈয়দ বসরাত আলী, মাহাবুবুর রহমান, নাজমুল ইসলাম, আবুল কাশেম, শামছুদ্দিন আজাদ, ডাঃ মোঃ আলী মানিক, লুতফুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভীন, জালাল উদ্দিন রুমী, চন্দন দও, আব্দুর রহীম বাদশা, শাহ বখতিয়ার, মোজাহিদুল ইসলাম, শিরিন আকতার দিবা, আশরাফুজ্জামান, মোঃ আলী সিদ্দিকি, কাজী মুনির, এম এ করিম জাহাঙ্গীর, ডাঃ আব্দুল বাতেন, আবুল মনসুর খান, আব্দুল মালেক, তৈয়বুর রহমান টনি, শহীদ হাসান, সোলেয়মান আলী, জহুরুল ইসলাম, সরফ সরকার, শামছুল আবেদিন, ইকবাল কবির, সেফু রহমান, আব্দুল হামিদ, শরীফ কামরুল হীরা প্রমুখ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এর উপ-প্রচার সম্পাদক কর্তৃক প্রচারিত।
Discussion about this post