এমডি রিয়াজ হোসেন ,ইউরোপ প্রতিনিধিঃ শুধু জাতীয় সংসদ নয়, বাংলাদেশের মন্ত্রী পরিষদেও প্রবাসীদের জন্য কোটা বরাদ্দের দাবী জানানো হয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন আয়েবার এক্সিকিউটিভ কমিটির ১২ তম সভার উদ্বোধনী অধিবেশনে। অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় হোটেল ইবিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আয়েবার সভাপতি ইঞ্জিনিয়ার ড. জয়নুল আবেদিন। বর্ণিলা খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অষ্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর। প্রধান বক্তা ছিলেন বাংলা ভিশন টেলিভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ দিপু। বিশেষ অতিথি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা ডিসট্রেস্ড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল ডিসিআই-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. এহসান হক এবং ইউএস-বাংলাদেশ টেকনোলজি এসোসিয়েশনের প্রেসিডেন্ট তথ্যপ্রযুক্তিবিদ ড. সাইফুল খন্দকার। উদ্বোধনী বক্তা আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, সহ সভাপতি আহমেদ ফিরোজ সহ বিভিন্ন দেশের কমিউনিটি নেতৃবৃন্দ। প্রবাসে স্থানীয় সমাজের সাথে সফল ইন্টিগ্রেশনের মাধ্যমে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান রাষ্ট্রদূত মো. আবু জাফর। বাংলাদেশের সাধারণ মানুষের কল্যানে কাজ করার পাশাপাশি প্রবাসীদের কল্যাণেও কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন আয়েবার নেতারা। সভায় ফ্রান্স, ইতালী, গ্রীস, স্পেন, আয়ারল্যান্ড, পর্তুগাল, চেক রিপাবলিক, লাটভিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য অস্ট্রিয়ার বাংলাদেশ কমিউনিটির অতীত এবং বর্তমান কর্ণধারদেরকে ক্রেষ্ট প্রদান করে আয়েবা। এ দিকে মহাসচিব কাজী এনায়েত উল্লা তার বক্তব্য বলেন ইউরোপে বাংলা কমিউনিটির পাশে আয়েবা সব সময় ছিল আছে এবং থাকবে। যুগ্ম মহাসচিব এম এ রব মিন্টু বলেন ইউরোপ প্রবাসীদের প্রানের সংগঠন হচ্ছে আয়েবা।প্রবাসীদের অধিকার আদায়ের প্লাটফর্ম।
Discussion about this post