মুহাম্মদ জালালউদ্দিন, কুয়েতঃ বাংলাদেশ বৌদ্ধ সমিতি কুয়েত’র উদ্যোগে ১১ মে ২০১২ কুয়েতস্থ সিটি ওয়াইল্ড ফেয়ার রেষ্টুরেন্টে বাবু দুলাল কান্তি বড়–য়া ও প্রিয়তোষ বড়–য়া বাবুর সঞ্চালনায় এক মহতী ধর্মালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ত্রিপিটক পাঠ করেন বাবু চন্দন বড়–য়া। জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পঞ্চশীল সহ বুদ্ধ পূজা, সাবলী পূজা উৎসর্গ ও ধর্ম দেশনা শ্রবন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী ধর্ম প্রিয় বড়–য়া। প্রধান অতিথির আসন অলংকৃত করেন মান্যবর রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত’র ভারপ্রাপ্ত সভাপতি জাফরুজ্জামান লাল, চট্রগ্রাম সমিতি কুয়েত’র সভাপতি হাজী জাফর আহমদ এম.কম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মান্যবর রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা, জাফরুজ্জামান লাল, হাজী জাফর আহমদ, হাবিবুর রহমান, মোহাম্মদ ইয়াকুব, বাংলাদেশ বৌদ্ধ সমিতি কুয়েত’র নেতৃবৃন্দ বাবু সন্তোষ বড়ুয়া, বাবু তাপস কান্তি বড়–য়া, বাবু স্বপন বড়–য়া, বাবু লাল বড়–য়া প্রমুখ। আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ। অতিথিদের পুষ্প মাল্য প্রদান করেন বাবু নিধু বড়–য়া, কৌলিক, বাবুল, শংকর ও সূজন বড়–য়া। সমবেত প্রার্থনা পরিচালনা করেন বাবু সুজিত বড়–য়া রিজু। উদ্বোধনী ভাষনে বাবু মৃনাল বড়–য়া, স্বাগত ভাষনে বাবু আলোক বড়–য়া বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বাবু দোলন বড়–য়া। বাবু উৎপল বড়–য়ার উপস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। গান পরিবেশন করেন বাবু রুবেল বড়–য়া, শ্রীমতি শুর্মিষ্টা বড়–য়া, শ্রীমতি মোলিনা সরকার। উদ্ভোধনী সংগীতে বাবু রুবেল বড়–য়া ও তবলায় চাঁদ চৌধুরী। রাষ্ট্রদূত তার ভাষনে বলেন কিছু দিন আগে কুয়েত বিমান বন্দরে যে বাংলাদেশী যাত্রীদের হয়রানি, দেশে ফেরৎ পাঠানো এই বিষয়ে কুয়েত সরকারের বিভিন্ন মন্ত্রনালয় বৈঠক করে মোটামুটি সমাধানে এনেছি। যাদের বৈধ পাসপোর্ট ও আকামা আছে তার হাতে লেকা পাসপোর্টে অবশ্যই ভ্রমন করতে পারবে। কোন রকম অসুবিধা নেই। আমিতো মাত্র দূত হিসেবে কাজ করতে এসেছি। আপনারা সর্বদা দেশের মান অক্ষুন্ন রাখবেন বলে আমি আশা করি।
Discussion about this post