ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী আব্দুল মতিনের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। আগুনে আধাপাকা বাড়ির চারটি কক্ষের সর্বস্ব পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল রোববার ভোররাতে উপজেলা সদরের রাধানগরে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার রাতে প্রতিদিনের মতো পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত আড়াউটায় আওয়ামীলীগ নেতার মেয়ে মিশা আক্তারের আড়াই মাসের শিশু কন্যা কান্নাকাটি শুরু করলে মিশা আক্তারের ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে জেগে মিশা আক্তার টের পায় বাড়িতে আগুন লেগেছে। সাথে সাথে চিৎকার দিয়ে সে তার মা বাবাকে জাগিয়ে তোলে এবং শিশু বাচ্চাকে নিয়ে কক্ষের বাইরে বেড়িয়ে এসে দেখতে পায় বাড়িতে আগুন লেগেছে। মেয়ের চিৎকারে পাশের কক্ষ থেকে মা-বাবাসহ অন্যারা দ্রুত বেড়িয়ে এসে জীবন রা করে। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে এসে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে গাজী আব্দুল মতিন বলেন, ‘ঘটনাটি পরিকল্পিত। কেউ নাশকতা করতেই পেট্রোল দিয়ে আগুণ লাগিয়েছে। আগুনে বাসায় থাকায় নগদ প্রায় ২৫ লাখ টাকা, ৪২ ভরি স্বর্ণালঙ্কার এবং মূল্যবান আসবাবপত্র সহ প্রায় এক কোটি টাকার তি হয়েছে।’ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার (ইনচার্জ) আক্কাস মিয়া বলেন, ‘বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’ আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাৎনিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু বলতে পারছি না। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন মামলা হয়নি।’
Discussion about this post