কুয়েতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মারাফি কুয়েতিয়া গ্রুপের সিইও শহিদ ইসলাম পাপুল শুক্রবার এ নৈশ ভোজের আয়োজন করে।
এসময় কুয়েত আওয়ামী লীগের নির্বাচন কমিটির প্রধান বীর মুক্তিয়োদ্ধা রবিউল আলম রবি, সদস্য সচিব মাঈন উদ্দিন মঈন, প্রকৌশলী মিজানুর রহমান, আজাদুর রহমান আজাদ, আওয়ামী লীগের এক গ্রুপের সভাপতি পদপার্থী আবদুর রব মাওলা, আওয়ামী ফউন্ডেশনের সভাপতি রফিকুল ইসলাম ভুলু, যুবলীগের আহ্বায়ক ইমাম উদ্দিন বাদলসহ কুয়েত আওয়ামী লীগ, অঙ্গ ও সহয়োগী সংগঠনের বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
পদ্মাসেতু বিশ্ব ব্যাংকের সাহায্য ছাড়া করার সাহস বঙ্গবন্ধুর কন্যা বলেই সম্ভব, বাংলাদেশের গরীব দুঃখী মাণুষের ভাগ্য পরিবর্তনে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলে মনে করেন কুয়েতে বাংলাদেশ স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ ইসলাম পাপুল। অনুষ্ঠানে জনাব শহিদ ইসলাম পাপুল এর সমর্থনে কুয়েত আওয়ামী লীগ এর আগামী সভাপতি বলে নেতাকর্মিরা শ্লোগান দিতে থাকে।
Discussion about this post