নিজস্ব প্রতিবেদকঃ আজ কুয়েতের সংসদ নির্বাচন চলছে। কঠোর স্বাস্থ্য সতর্কতার মধ্যে সংসদ নির্বাচনের ভোট দিচ্ছে কুয়েতীরা।
ষোড়শ আইনসভার জাতীয় সংসদ (উম্মাহ ২০২০) নির্বাচনে অংশ নিচ্ছেন ৩২৬ জন প্রার্থী এর মধ্যে ২৯ জন মহিলা প্রার্থী রয়েছেন। কুয়েতিরা ভোটের মাধ্যমে ৫০ জন সংসদ সদস্য নির্বাচিত করবেন।
স্থানীয় সময় সকাল আটটা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে চলবে রাত আটটা পর্যন্ত।
মোট ভোটার সংখ্যা ৫৬৭৬৯৪ জন এর মধ্যে পূরুষ ২৭৩৯৪০ জন এবং নারী ভোটার রয়েছে ২৯৩৭৫৪ জন।
করোনাভাইরাস সংক্রামন থেকে সুরক্ষার জন্যে ভোটা গ্রহণের জন্য ১০২ টি স্কুলে নেয় হচ্ছে ভোট। ভোটদান প্রক্রিয়া চলাকালীন সমস্ত ভোটকেন্দ্রের ভোটারদের সুরক্ষার জন্য সমস্ত জীবাণুনাশক এবং প্রতিরোধমূলক উপায় সরবরাহ করে স্কুল, রাস্তা এবং স্কোয়ার পরিষ্কারের নিশ্চিত করেছেন।
প্রথম নির্বাচনী জেলায় ৮৪,৮২২ জন ভোটার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭১ জন প্রার্থী ,
দ্বিতীয় জেলায় ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোট দেবেন ৬৪৯৬৫ জন ভোটার,
তৃতীয় জেলাতে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোট দেবেন ১০১৪৯২ জন ভোটার,
চতুর্থ জেলাতে ১৫০,১৯৩ ভোটার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৬ জন প্রার্থী,
এবং পঞ্চম জেলার ১৬৬২২২ জন ভোটার আর প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন প্রার্থী ।
ভোটদান প্রক্রিয়া চলাকালীন স্বাস্থ্য সতর্কতার মধ্যে রয়েছে ভোটকেন্দ্রগুলির বাইরে এবং অভ্যন্তরে সীমিত জড়ো হওয়া, মুখোশ পরা, হাত নির্বীজন করা এবং গ্লাভস পরিধান করা। প্রত্যেকের স্বাস্থ্য এবং সুরক্ষা রক্ষার জন্য প্রতিটি কেন্দ্রে মেডিকেল ক্লিনিক বসানো হয়েছে।
Discussion about this post